দেশ

এক শিশুর উপর নৃশংস হামলা, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেনরা

Child harassment case

The Truth of Bengal: একটি চার বছরের শিশুর উপর চলছে বেধড় মার। পুরো ঘটনাটাই ঘটছে প্রকাশ্য একটি স্কুল চত্বরে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে  সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে।

স্থানীয় সূত্রের খবর, ভিনসেন্ট রাজ নামে এক ব্যক্তি মদ্যাপ অবস্থায় স্কুলে আসে, তার মেয়েকে নিয়ে যেতে। সেই সময়ই এক শিশু, ভিনসেন্টের পরিচয় জানতে চায়। এরপরেই ওই শিশুকে ধরে বেধড়ক মারধর শুরু করে ভিনসেন্ট। এমনকী অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। পুরো দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আক্রান্ত শিশুর বাবা আরুলাপ্পান ভাইয়ামপতি থানায় একটি মামলা দায়ের করেছেন ভিনসেন্টের বিরুদ্ধে। তারা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাসহ জুভেনাইল জাস্টিস অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেও ভিনসেন্টকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। বিচারক ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Related Articles