কৃষক মিছিল ঘিরে ধুন্ধুমার, ড্রোন থেকে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল
Drones fired tear gas shells around farmers' march

The Truth of Bengal: পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের প্রতিবাদ মিছিল রুখতে ড্রোন থেকে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল। ২০২০-এর স্মৃতি উসকে ফের ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন কৃষকরা। এদিকে পঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের প্রতিবাদ মিছিল রুখতে ড্রোন থেকে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল।
জানা গিয়েছে, মিছিলের মধ্যে শেলগুলি আছড়ে পড়ার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মঙ্গলবার সকালে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল। তার পরেই পাঞ্জাব-হরিয়ানা সীমানায় শম্ভু এলাকায় কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ। এবার ড্রোন থেকেও ছোড়া হল কাঁদানে গ্যাস। এদিন দুপুর গড়াতে শুরু করতেই কৃষকদের মিছিল রুখতে পদক্ষেপ করে পুলিশ। সূত্রের খবর, অন্তত দুডজন শেল ছোড়া হয়েছে।
#WATCH | Protesting farmers forcibly remove the cement barricade with their tractors as they try to cross over the Haryana-Punjab Shambhu border. pic.twitter.com/gIyGNy8wsi
— ANI (@ANI) February 13, 2024
এবং তা করা হয়েছে কৃষকদেক তরফে কোনও উসকানি ছাড়াই। ব্যারিকেড আর কাঁটাতার দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এক মাসের জন্য জমায়েতও নিষিদ্ধ হয়েছে দিল্লিতে। একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হরিয়ানার সীমানাও । এই পরিস্থিতিতে এবার ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল।