দেশ

LAC-তে ড্রাগন ফৌজের মহড়া, যুদ্ধের প্রস্তুতি চিনের, সতর্ক ভারত

Dragon Army exercises at LAC, China prepares for war, India on alert

Truth Of Bengal: ভারতের বিরুদ্ধে এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন। পূর্ব লাদাখের শীতের আবহের মধ্যে ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া অন্তত সেই আশঙ্কাকেই প্রকট করছে। সূত্রের খবর, যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে এলএসিতে অত্যাধিক উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। মূলত, লাদাখের মতো হাড় কাঁপানো শীতের মরশুমে যুদ্ধক্ষেত্রে নিজেদের তৈরি করতেই এই অনুশীলন।

অন্যদিকে সতর্ক ভারতীয় সেনাও। ২০২০-তে গালোয়ানে ভারত ও চিন সেনার সংঘাতে দুই দেশের একাধিক সেনা প্রাণ হারান। এই পরিস্থিতির পরই সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দফায় দফায় বৈঠক করেন দুই দেশের সেনা কমান্ডাররা। চার বছর ধরে চলতে থাকে এই পরিস্থিতি। ২০২৪-এর অক্টোবরে সমঝোতার মাধ্যমে দুই দেশই সেনা ফিরিয়ে নেয় এলএসি থেকে। তবে প্রাথমিকভাবে সেনা পিছিয়ে নিলেও চিনের তরফ  থেকে বড়সড় কোনও প্রস্তুতির আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল।

লাদাখের এই প্রবল শীতের মরশুমে চিনের যুদ্ধ পরিস্থিতি, সেই সম্ভাবনাতেই জোর দিচ্ছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্টের তরফ থেকে কঠিন আবহাওয়ার মধ্যে সেনাবাহিনীকে প্রস্তুত করতেই এই মহড়া চালানো হয়। এই অনুশীলনের পাশাপাশি এই মহড়ায় ব্যবহৃত হয়েছে সেনার গাড়ি, ড্রোন ও নানান অস্ত্র। তবে শুধুমাত্র শারীরিক অনুশীলনই নয়, একইসঙ্গে মানসিক অনুশীলনও করানো হয়। তবে ভারতের তরফ থেকেও অবলম্বন করা হচ্ছে সব রকমভাবে সতর্কতা ।