দেশ

রাজধানীতে কুয়াশার দাপট, ব্যাহত বিমান ও রেল পরিষেবা

Delhi weather update

The Truth of Bengal: ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লি-সহ একাধিক এলাকা। উত্তর ভারতের একাধিক রাজ্যের ছবিটাও ঠিক একই। বুধবার সকাল থেকেই দিল্লির দৃশ্যমান্যতা নেমে এসেছে শূণ্যের কাছাকাছি। এর জেরে দিল্লি-এনসিআরের বিমান এবং ট্রেন চলাচল হয়ে পড়ে ব্যাহত। দিল্লি বিমানবন্দরের তরফ থেকে বুধবার জারি করা হয় একটি নির্দেশিকা। সেখানে বলা হয়েছে চলাচলের  ক্ষেত্রে কিছু বিমান কুয়াশার কারণে ব্যাহত হয়ে পড়ে।

একই সঙ্গে যাত্রীদের উদ্দেশ্যে তাঁদের অনুরোধ, সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে তারা যেন যোগাযোগ করে। বিমান চলাচল সম্পর্কে যেকোনও তথ্য পাওয়া যাবে তাদের কাছ থেকেই। ইতিমধ্যেই বেশকয়েকটি বিমানের রুট পরিবর্তনও হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে জয়পুর ও আমেদাবাদের দিকে। ইতিমধ্যেই বিমান সূত্রে জানানো হয়েছে, প্রায় ৫০টিরও বেশি বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে।

বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া দিল্লির একাধিক ভিডিওতে উঠে এসেছে দিল্লির বিভিন্ন জায়গার ছবি। এমনকি উঠে এসেছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সেকানখার মানুষজন বসে রয়েছেন আগুনের সামনে। তবে শুধুমাত্র ট্রেন বা বিমান পরিষেবাই ব্যাহত হয়নি। ব্যহত হয়ে পড়ে সড়কপথে যান চলাচলও। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, কুয়াশার সঙ্গে উত্তর ভারতে বজায় থাকবে শৈত্যপ্রবাহ। পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

Related Articles