দেশ

গাজার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ভারতের পনবন্দির মুক্তির পক্ষে সওয়াল দিল্লির

Delhi expresses concern over situation in Gaza, advocates release of Indian prisoners

Truth Of Bengal: যুদ্ধবিরতি শেষ হতেই ইজরায়েলের বিমান হামলা গাজায়। প্রায় ৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে সেই হামলার ঘটনায়। গাজার এই পরিস্থিতি নিয়ে এবার উদ্বিগ্ন ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বুধবার বিকেলে নয়াদিল্লি পনবন্দীদের মুক্তির পক্ষে সওয়াল করেছে। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজায় কঠিন পরিস্থিতিতে মানবিক সাহায্য পাঠানোর কথাও বলা হয়েছে।

বুধবার, গাজায় সাম্প্রতিক হামলার ঘটনায় ভারতের অবস্থান কি রয়েছে, সেই বিষয়টি এবার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করল বিদেশ মন্ত্রকের মুখপাত্র। ওই পোস্টে লেখা হয়েছে, “গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমরা। সমস্ত পণবন্দি মুক্তি দেওয়া প্রয়োজন। একইসঙ্গে গাজার মানুষজনের জন্য মানবিক সাহায্য পাঠানোর দাবিও জানানো হচ্ছে”।

২০২৩-এর অক্টোবরে ইজরায়েল ও হামাসের যুদ্ধ। দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকে সেই যুদ্ধ। তারপর ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির চুক্তির কারণে সম্প্রতিকভাবে অবসান হয়েছিল সেই রক্তক্ষয়ী যুদ্ধের। যুদ্ধবিরতি শুরু হয়েছিল গত ১৯ জানুয়ারি থেকে। দুমাস ধরে চলে সেই বিরতি। তবে দু মাস শেষ হতে না হতেই ফের ইজরায়েল হামলা চালায় গাজায়। ওই হামলাতেই মৃতের সংখ্যা ছড়িয়ে যায় ৪০০-র গণ্ডি। তাদের মধ্যে রয়েছেন প্রচুর পরিমাণে মহিলা ও শিশু।

সূত্রের খবর, ইজরায়েলের এই হামলাতে আমেরিকার সমর্থন রয়েছে। হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, গাজায় হামলার নির্দেশ দেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কূটনৈতিক অবস্থান। ভারতের তরফ থেকে তাই ইজরায়েলের পাশে থেকে সমস্ত পণবন্দিদের মুক্তির দাবিও যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Related Articles