দেশ

Big Breaking: স্বাতী মালিওয়াল হেনস্থা মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন পিএস বৈভব কুমার

Delhi is uproar over the rape of Swati Maliwal

The Truth of Bengal: স্বাতী মালিওয়াল হেনস্থা মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন পিএস বৈভব কুমার। এই ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। আপ সাংসদ স্বাতী মালিওয়ালের ওপর নিগ্রহের ঘটনায় তোলপাড় দিল্লি।

অভিযোগ উঠেছে কেজরিওয়ালের ডানহাত বৈভব কুমার তাঁর ওপর আক্রমণ শানিয়েছেন। আম আদমি পার্টি এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছে। আসলে বিজেপির কথায় স্বাতী মালিওয়াল নকল অভিযোগ করেছেন বলে আপ নেতৃত্ব স্পষ্ট করে। কিন্তু সেই অভিযোগের মাঝে নয়া মোড়। এবার মেডিক্যাল রিপোর্টে ধরা পড়ল যে স্বাতী মালিওয়ালের বাঁ পা ও ডান চিবুকের নিচে কালশিটে দাগ রয়েছে। ফলে আক্রমণের অভিযোগ অনেকটাই দৃঢ় হল বলে তদন্তকারীদের অভিমত। স্বাতীর মুখে,পায়ে চড়া দাগ মিলেছে বলেও জানা গেছে। ফলে শরীরে ক্ষত চিহ্ন মেলায় এই ঘটনায় বাড়তি শোরগোল শুরু হয়েছে।উল্লেখ্য,শুক্রবার এইমসে স্বাতীর এই মেডিক্যাল টেস্ট হয়। সকাল এগারোটায় দিল্লি পুলিশের মতোই দিল্লি মহিলা কমিশনের সদস্য বন্দনা সিং সেই পরীক্ষার সময় হাজির ছিলেন। পরীক্ষা নিরীক্ষা বেলা ৩টে ১৫ মিনিট পর্যন্ত চলে। কেজরিওয়ালের সহযোগী বৈভব কুমারই এই হামলার পিছনে রয়েছে বলে অনেকের অভিমত।অভিযোগে স্বাতী তুলে ধরেন যে তাঁকে গালে চড় মারা হয় একাধিকবার,একইসঙ্গে তাঁকে দেওয়ালে ঠেলে দেওয়া বা মাথায় আঘাত করার মতো গুরুতর অভিযোগও জমা করেন আমআদমি পার্টির রাজ্যসভার সাংসদ।  সেই জোরালো আঘাতের জেরে স্বামী ঘরের ফ্লোরে পড়ে যান।তাঁর পায়ে, বুকে সহ একাধিক জায়গায় ক্ষত তৈরি হয় বলে অভিযোগে তুলে ধরা হয়েছে।

আরও জানা গেছে,রোগীকে  একটি বেসরকারি গাড়িতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে, বাঁ পায়ে ও ডান চোখের  চিবুকের নিচে কালশিটে দাগ মিলেছে,যা প্রায় ২সেন্টিমিটারের বেশি।এর আগে আপের তরফে একটি সিসিটিভি ফুটেজ দেখানো হয়,যেখানে স্বাতী মালিওয়ালকে  নিরাপত্তারক্ষীরা কড়া বেষ্টনীর মধ্যে নিয়ে যাচ্ছেন।আপের দাবি ছিল এই সিসিটিভি স্পষ্ট করে স্বাতীকে সম্পূর্ণ নিরাপত্তা বহাল করা হয়।তবুও কিকরে এই ধরণের অভিযোগ উঠতে পারে। বৈভব কুমারের বিরুদ্ধে অভিযোগ ওঠে গুন্ডা দিয়ে তাঁর পরিবারকে হেনস্থা করা হয়েছে।এখন চরিত্র নিয়ে প্রশ্ন ওঠায় এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।

কারণ অতিশী অভিযোগ করেছিলেন কেজরিওয়ালকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই স্বাতীকে দিয়ে বিজেপি এই নোংরা খেলা খেলছে।শুক্রবার দিল্লি পুলিশ এবং ফরেন্সিক দল কেজরীর বাসভবনে তথ্যপ্রমাণ সংগ্রহে গিয়েছিলেন। তার পরেই আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী একটি ভিডিয়ো ফুটেজ   প্রকাশ করে স্বাতীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিলেন। কেজরীর বাসভবনের ওই ফুটেজে স্বাতীকে সোফায় বসে নিরাপত্তারক্ষীদের সঙ্গে  বাক্যবিনিময় করতে শোনা গিয়েছে। তাঁর আগে গত ১৪ মে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং  বিবৃতি দিয়ে বৈভবের হাতে স্বাতীর হেনস্থা হওয়ার কথা স্বীকার করেছিলেন বলে কোনও কোনও মহল প্রচার করছে।এই অবস্থায় পুলিশের কাছে স্বাতীর দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তিনি বসার ঘরে অপেক্ষা করার সময়ে তাঁকে জানানো হয়, কেজরীওয়াল দেখা করতে আসছেন। কিন্তু কেজরীর ব্যক্তিগত সচিব বৈভব ঘরে ঢুকে তাঁকে গালিগালাজ করেন। স্বাতী প্রতিবাদ জানালে সাত-আটটি চড় মারেন বৈভব। বুকে, পেটে এবং কোমরে লাথিও মারেন। মেজিস্ট্রেটের কাছে বয়ানও জমা দেন স্বাতী।তাই  এই মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে তদন্তকারীরা কি ব্যবস্থা নেয় তাই দেখার।

Related Articles