দেশ

একই পরিবারের ৩জনের মৃত্যু,কেন মর্মান্তিক পরিণতি, জানেন কী?

Death of 3 members of the same family

The Truth of Bengal: বছরের প্রথম দিন। সবাই যখন পুজোপাঠের প্রস্তুতি নিচ্ছে, তখন পচা গন্ধ শুনে এলাকাবাসীর মধ্যে আলাদা শোরগোল পড়ে। কোথা থেকে আসছে গন্ধ, কেন এই বিকট গন্ধ ছাড়ছে তাই নিয়ে উত্সুক মানুষেরা ছোটাছুটি শুরু করেন। বরানগরের নিরঞ্জন সেন নগরে কার্যতঃ তীব্র চাঞ্চল্য ছড়ায়।খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ কোলাপসিবল গেট ভেঙে  উদ্ধার করার পরই রহস্য কাটে। দেখা যায়,একই বাড়িতে ৩জনের দেহ পড়ে রয়েছে। বাবা-ছেলের মতোই-নাতির দেহ মেলায় সন্দেহ গাঢ় হয়।

একই পরিবারের ৩জনের দেহ মেলায় প্রশ্ন ওঠে,খুন না আত্মহত্যা, কি কারণে ঘটেছে এই ঘটনা ? তা জানার চেষ্টা করছে বরানগর  থানার পুলিশ। মৃতদেহ ৩টি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ করে তাঁদের খবর দেওয়ার চেষ্টা করে পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃত বৃদ্ধের নাম শঙ্কর হালদার। তাঁর বয়স ৭০ বছরের মধ্যে। ছেলের নাম বাপ্পা হালদার এবং নাতির নাম বর্ণ হালদার।  তিনজনের দেহ উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে। ছেলে বাপ্পার মাথার পিছনে আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক অনুমান, নিজের বাবা ও ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাপ্পা। সেখানেও প্রশ্ন উঠছে, তাহলে তাঁর মাথার পিছনে আঘাত কীভাবে, হল, সেই প্রশ্নও উঠছে। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, পয়লা বৈশাখে প্রভাতফেরি যখন হয় তখন দেহ উদ্ধারের খবর মেলে। ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর করে জানা যায় মৃতদেহগুলো একই পরিবারের। কিন্তু কেন এই পরিণতি হল তার কিনারা করাই এখন পুলিশের কাছে সবথেকে বড় মাথাব্যথার কারণ।

Related Articles