
Truth Of Bengal: মুম্বই : মুম্বইয়ের এলটি মার্গ পুলিশ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক ড্যানিশ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডেনমার্কের এই ব্যবসায়ীর ডংরিতে ড্রাগ কারখানা রয়েছে। এই ড্যানিশ ব্যবসায়ী ড্যানিশ চিকনা নামেও পরিচিত। সে মাদক মামলার ওয়ান্টেড আসামি ছিল। তার সঙ্গে আরেক সহযোগী কাদের গোলাম শেখকেও আটক করেছে পুলিশ। এই মামলার অন্য আসামি মহম্মদ আশিকুর, মহম্মদ সাহিদুর রহমান এবং রেহান শাকিল আনসারিকে গত মাসেই গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গত মাসের ৮ নভেম্বর মেরিন লাইন স্টেশন এলাকা থেকে ১৪৪ গ্রাম মাদক-সহ আসামি আশিকুরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে রেহান শাকিলের কাছ থেকে মাদক কিনেছিল। সঙ্গে সঙ্গে রেহান শাকিলকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৫৫ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রেহান জানায়, রেহমান ও তার কাছ থেকে পাওয়া মোট ১৯৯ গ্রাম মাদক সে কিনেছিল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ড্যানিশ চিকনার কাছ থেকে।
খবর পেয়ে পুলিশ ওয়ান্টেড অপরাধী ড্যানিশ চিকনা ও কাদের গোলাম শেখকে খুঁজতে থাকে। ১৩ ডিসেম্বর পুলিশ সূত্রের মাধ্যমে দু’জনের কথা জানতে পারে।