চুরি করতে এসে সাবাড় মাছ ভাজা ও কোল্ড ড্রিংকস! চোরের কান্ডে তাজ্জব সকলে
Come to steal fried fish and cold drinks! Everyone is shocked by the thief

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : চুরি করতে এসে মাছ ভাজা ও কোল্ড্রিংকস খেল চোর। শেষে হাজার দুয়েক টাকা ও বাইক নিয়ে পালাল তারা। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে আরামবাগের ভাঁটার মোড় বাজারে।
বুধবার চুরির ঘটনা নজরে আসতেই চঞ্চল্য ছড়ানোর সাথে সাথে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
জানা যায়,ওই বাজারে রয়েছে একটি ধাবা। প্রতিদিনের মতো গতকাল রাতে ধাবা বন্ধ করে ধাবার পিছনেই তাঁদের বাড়িতে চলে যান ধাবার মালিক। বুধবার সকালে ধাবা খুলতে এসে ঘটনা নজরে আসতেই চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
মালিকের দাবি, চোরেরা ধাবার চাবি ভেঙে চুরি করতে ঢুকলেও তারা ধাবায় থাকা ৬ পিস ভাজা মাছের মধ্যে ৪ পিস খেয়ে নেয়। তাও আবার গ্যাস জ্বেলে গরম করে সেই খাবার খায়। শুধু তাই নয় মাছ খাবার পর কোল্ড্রিংকসও খায় তারা। তারপর ক্যাশ বাক্স ভেঙে সেখানে ২ হাজার টাকা এবং ধাবার পাশে থাকা একটি বাইক নিয়ে পালিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার দোকানদাররা।
তাঁদের অভিযোগ, প্রায়ই ওই এলাকায় চুরির ঘটনা ঘটে। তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এলাকার পুলিশি পাহারার দাবি তোলেন তারা। যদিও এদিন সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সেখানে রাতে পুলিশ পাহারার ব্যবস্থা করা হবে। তবে এই চুরির ঘটনায় চোরেদের গরম করে মাছ ভাজা খাওয়া আর তার পরে আবার কোল্ড্রিংকস! সে নিয়েও এলাকার একাংশের মধ্যে একটা হাসির রোল পড়ে।