দেশ

ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র কলেজ! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জুনিয়র ছাত্র, দেখুন ভিডিয়ো

College becomes battlefield in student clash! Junior student admitted to hospital in critical condition, watch video

Truth Of Bengal: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দুভাদা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে ধরা পড়ল চরম সংঘর্ষের ছবি। হাতাহাতিতে জড়ায় কলেজ পড়ুয়ারা। সংঘর্ষে জখম এক জুনিয়র ছাত্র। সোমবার এই সংঘর্ষকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়ায় কলেজ চত্বরে। জানা যায়, সিনিয়র ছাত্রদের একটি দল জুনিয়র ছাত্রকে নির্মমভাবে মারধর করে। এমনকি রড দিয়ে মাথায় আঘাতও করা হয়।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে সিনিয়ররা রড ব্যবহার করে ভুক্তভোগীর মাথায় আঘাত করে। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একজনকে মাটিতে ফেলে মারধর করছে একদল যুবক। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। জুনিয়র ছাত্রের অবস্থা এখনও আশঙ্কাজনক। দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে।এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। আক্রমণের আশেপাশের পরিস্থিতি নির্ধারণের জন্য বর্তমানে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

Related Articles