দেশ

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ২ হাজার কোটি মূল্যের কোকেন

Cocaine worth 2,000 crores was uncovered in the international drug trafficking ring

Truth Of Bengal: দিল্লি পুলিশের সক্রিয় অভিযানে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে। উদ্ধার হয়েছে ৫০০ কেজি কোকেন, যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ২ হাজার কোটি টাকা। দক্ষিণ দিল্লির এক অভিযানে এই মাদক উদ্ধার এবং চার অভিযুক্ত গ্রেপ্তার হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে দক্ষিণ দিল্লিতে চালানো তল্লাশি অভিযানে এই কোকেন উদ্ধার হয়। এটি দিল্লিতে এত বড় পরিমাণে কোকেন উদ্ধারের প্রথম ঘটনা। পুলিশের দাবি, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের হাত। ধারণা করা হচ্ছে, দিল্লির বিভিন্ন হাই-প্রোফাইল পার্টিতে এই চক্র মাদক সরবরাহ করত। গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের জেরা চলছে।

দেশে চলছে উৎসবের মরশুম, এই সময়ে অপরাধীরা দেশের বিভিন্ন প্রান্তে মাদক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে পুলিশ মনে করছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে বড় এক চক্রের যোগ থাকার সম্ভাবনা প্রকাশ করেছে। তদন্তকারীরা এই মাদকের উৎস, প্রেরণ পদ্ধতি এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত করছেন।

সম্প্রতি, দিল্লির বিভিন্ন প্রান্তে মাদকের প্রভাব বাড়ছে বলে পুলিশ সন্দেহ করছিল। গত রবিবার তিলক নগর থেকে দুই আফগান নাগরিক গ্রেপ্তার হয়, যাদের কাছ থেকে মাদক উদ্ধার হয়। একই দিনে দিল্লি বিমানবন্দর থেকেও মাদক উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা।