দেশ

নির্ধারিত সময়ে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, চলছে মোদি-মমতা বৈঠক

CM-PM Meeting

The Truth of Bengal: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন তৃণমূল সাংসদ। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা ও বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মমতা। একাধিক প্রকল্পে রাজ্যের হাজার হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য একাধিকবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছে রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাও বকেয়া মেটানো হয়নি।

একশো দিনের কাজের শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হেনস্থার শিকার হতে হয়েছিল তৃণমূল সাংসদদের। যা নিয়ে কম বিতর্ক হয়নি। কলকাতায়ও অবস্থান বিক্ষোভ করে রাজ্যের পাওয়া টাকা চাওয়া হয়েছে।

অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। বুধবার নির্ধারিত সময়ে সংসদ ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এখনও বৈঠক চলছে। বৈঠক শেষে বেরিয়ে সাংসবাদিক সম্মেলন করতে পারেন মুখ্যমন্ত্রী।

Related Articles