দেশ

ক্ষমতা ধরে রাখতে মুখ্যমন্ত্রী বদল বিজেপি শাসিত রাজ্যে

Chief Minister of BJP-ruled Haryana will change

The Truth of Bengal: মনোহর খট্টরের ইস্তফার পর হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী দায়িত্বে বিজেপি নেতা নয়াব সিং সাইনি। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এদিন বিকেল ৫টায় শপথ নেবেন হরিয়ানার কুরুক্ষেত্রের সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সাইনি। বিজেপির পরিষদীয় দলের একটি বৈঠকের পরে তাঁকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে।

লোকসভার আসন সমঝোতা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাসীন বিজেপি-জেজেপি জোট ভেঙে যায় হরিয়ানায়। জেজেপি ১০টি আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছে। কিন্তু, বিজেপি একটির বেশি ছাড়তে নারাজ। বিষয়টি নিয়ে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও জেজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়। তারপরেও সমাধান সূত্র হয়নি।

উল্লেখ্য, বিজেপি ও জেজেপির মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী পদ থেকে। জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন মনোহর লাল খট্টর। সেই জন্যই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন। যদিও এই বিষয়ে খট্টর বা বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে নিশ্চয়তা মেলেনি। এই পদত্যাগ প্রসঙ্গে নির্দল বিধায়ক নয়ন পাল রাওয়াত মঙ্গলবার দাবি করেছেন যে,’ বিজেপি এবং জননায়ক জনতা পার্টির মধ্যে জোট ভেঙে গেছে। তাই পদত্যাগ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।‘ সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই হরিয়ানায় চাপে পড়ল গেরুয়া শিবির।

Related Articles