কেন্দ্রীয় সরকারের কর্মীদের কাছে সন্দেহজনক ই-মেল, তদন্ত দাবি কর্মী সংগঠনের
Centre On ‘High Alert’ After Central Government Employees Receive ‘Suspicious Identical Email’

The Truth of Bengal: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন ‘সন্দেহজনক আইডেন্টিকাল ই-মেল’। এই ঘটনা সামনে আসার পর ‘হাই অ্যালার্ট’ জারি। সেন্ট্রাল সেক্রেটারিয়াল সার্ভিস অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহজনক কোনও ইমেল এলেই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। দিল্লিতে সেন্ট্রাল সেক্রেটারিয়েট কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে সন্দেহজনক এই ই-মেল এসেছে। যেখানে বেশ কয়েকটি মন্ত্রক ও বিভাগ রয়েছে। ই-মেলের একটি অনুলিপি সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস ফোরাম, সিএসএস অফিসারদের অ্যাসোসিয়েশনের সামাজিক পেজে শেয়ার করা হয়েছে।
বার্তাটি বিদেশ মন্ত্রকের সঙ্গে সংযুক্ত একটি ই-মেল আইডি থেকে পাঠানো হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। যদিও সেই ঠিকানায় পাঠানো একটি পরীক্ষামূলক ই-মেলে দেখা যায় যে ইনবক্সটি বন্ধ হয়ে গিয়েছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছে ফোরাম। সিএসএস ফোরামের সাধারণ সম্পাদক আশুতোষ মিশ্র এই সন্দেহজনক ইমেল নিয়ে সতর্ক থাকার পাশাপাশি তদন্তের দাবি জানিয়েছে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সচিবালয়ের পুরো কাজ এখন অনলাইনে হয়। তাই সেখানে এমন ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
Several officers in Central Secretariat received a potentially suspicious email today. @NICMeity @GoI_MeitY, please look into this matter and take necessary action. #CyberAlert #CyberSafety @AshwiniVaishnaw #CentralSecretariat pic.twitter.com/ESC2AZIqc8
— केंद्रीय सचिवालय सेवा फोरम (@CSSforum_) July 9, 2024