দেশ

ফের বিপুল টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি হানায় উদ্ধার হল বান্ডিল বান্ডিল নোট  

ED Raid Jharkhand

The Truth of Bengal: লোকসভা ভোটের মাঝে ফের বিপুল টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবারের ঘটনাস্থল ঝাড়খণ্ডের রাঁচি। সে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব লাল নামে ওই আপ্ত সহায়ককে। এবার ঝাড়খণ্ডে উদ্ধার টাকার পাহাড়! ইডি হানায় বেরিয়ে উদ্ধার হল বান্ডিল বান্ডিল নোট। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল অঙ্কের টাকা।

এখনও পর্যন্ত মোট ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া মোট টাকার অঙ্ক কত  তা জানতে গোনার পালা চলছে।রাঁচিতে একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। রবিবার রাত থেকে সেই অল্লাশি অভিযান চলছে। বিশেষ সূত্র হাতে পেয়ে সোমবার সকালে মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগর সচিবের পরিচারকের বাড়িতে হানা দেয় ইডি। থেকে টাকা উদ্ধার হয়। এখনও পর্যন্ত ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভোট চলাকালীন এই বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

লোকসভা ভোটের মাঝে খোদ মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে এত নগদ উদ্ধার হওয়ার ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সঞ্জীব লালের মোটা অঙ্কের বেআইনি আর্থিক লেনদেন চলত। তাই বাড়িতে টাকা মজুত করা হচ্ছিল। কিন্তু ভোটের মাঝে এত টাকা উদ্ধারে স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি এত নগদ নির্বাচনের কাজে লাগানোর পরিকল্পনা ছিল? এই ঘটনায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগির আলমের ভূমিকাও খতিয়ে দেখছে ইডি। তিনিও কি আর্থিক তছরূপের ঘটনায় জড়িত? সন্দেহের উর্ধ্বে ওঠা যাচ্ছে না মোটেও।

Related Articles