সম্পত্তির লোভে মাকে নির্মম নির্যাতনের অভিযোগ মেয়ের বিরুদ্ধে, রুজু করা হয়েছে মামলা
Case registered against daughter for brutally torturing mother for property

Truth Of Bengal : মাত্র ৩ মিনিটের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে ঠিক কি ঘটেছে? ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে অভিযুক্ত রীতা নামের এক তরুণীকে। তরুণীর সামনেই বসে রয়েছেন তার মা নির্মলা দেবী। রীতা কে দেখে রীতিমত ভয়ে শিটকে রয়েছেন তাঁর মা। দেখা গেছে রীতা প্রথমে তার মায়ের পায়ে মারলেন। তার মা নির্মলা দেবী কাতর স্বরে আর্তনাদ করছে বাঁচার জন্য। কিন্তু রীতার কোনো রকম ভ্রুক্ষেপ নেই। উপরন্তু তিনি তার মাকে বলছেন কি মজা!তোমার রক্ত খাব। বৃদ্ধার চুল টানতে দেখা গেল এমনকি তাকে শুইয়ে চড় মেরে তাকে কামড় দিতেও দেখা গেল রীতা কে। মুখে বলতে থাকে তুমি কি চিরকাল বাঁচবে? আমাকে কেন বাধ্য করছ এমনটা করতে। অবিরাম চলতে থাকে মার এবং মায়ের উপর নির্মম নির্যাতন।
ভিডিয়ো দেখে যেন গা শিউরে উঠছে। ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল। এক তরুণী তার মাকে বলছে কি মজা!তোমার রক্ত খাব। ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই মেয়ে বারে বারে তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ছেন। একই সঙ্গে নিজের মাকে চড় থাপ্পর এমনকি চুল ও টানতে দেখা গেল ভিডিয়োতে। জানা গেছে ওই তরুণী, হরিয়ানার বাসিন্দা। ইতিমধ্যেই ওই তরুনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার ভাই। তবে শেষ খবর পাওয়া অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেননি ওই তরুণীর বিরুদ্ধে।
এই ভিডিয়োর পরেই বাড়িতে থাকা ভাই, দিদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আসেন। ভিডিয়ো দেখার পর থেকে সকলের একটাই প্রশ্ন কেন এমন ঘটনা? তার ভাই দাবি করেছেন দিদি এই সমস্ত ঘটনা ঘটিয়ে যাচ্ছে সম্পত্তির লোভে পড়ে। এর আগেও সম্পত্তির কারণে একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে বাড়িতে। এমনকি বাড়ি থেকে ভাই কেউ তাড়িয়ে দিয়েছেন রীতা। তিনি তার নিজের স্বামীর সঙ্গে মাকে নিয়ে বাড়িতে থাকতেন তেমনি অভিযোগ করেছে রীতার ভাই। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রবীণ নাগরিক সুরক্ষা আইনের উপর ভিত্তি করে মেয়ে রীতার বিরুদ্ধে মামলা রুজ করা হয়েছে।