দেশ

মিলবে না বেতন, পাওয়া যাবে না ছুটিও, অদ্ভুত চাকরির বিজ্ঞাপন ঘুম কাড়ল নেটিজেনদের

Can't get salary, can't get leave, strange job ads made the netizens sleepless

The Truth of Bengal: ভারতের চাকরির বাজার খুবই খারাপ। স্নাতক হওয়ার পরই বা তার আগে থেকেই চাকরির বিজ্ঞাপনের দিকে নজর রাখতে থাকেন চাকরিপ্রার্থীরা। কিন্তু সম্প্রতি একটি অদ্ভুত চাকরির বিজ্ঞাপন ঘুম কাড়ল নেটিজেনদের। লিংকডইন নামে ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়। সেখানেই একটি বিজ্ঞাপন সকলের মাথা ঘুরিয়ে দিয়েছে।

গুজরাতের একটি সংস্থা ব্যাটারিওকেটেকনোলজিস-এর কর্ণধার তাঁর সংস্থায় চাকরি করার বিজ্ঞাপন দিয়েছেন। তবে বিজ্ঞাপনে তিনি স্পষ্ট করেন তাঁর সংস্থায় চাকরি করতে গেলে কিছু শর্তও থাকবে। প্রথমত, তিনি কর্মচারীদের মাসিক বেতন দেবেন না। বেতন ছাড়াই চাকরি করতে হবে। দ্বিতীয়ত, কোনও ছুটি মিলবে না। এমনকি সপ্তাহান্তের ছুটিও নয়। কোনও লম্বা ছুটি তো নয়ই।

তৃতীয়ত, চাকরিতে যোগ দেওয়ার পর কোনও উপহার বা কোনও সাজানো অফিসও পাওয়া যাবে না। এসব শর্তে রাজি হলেই তাঁর সংস্থায় চাকরির জন্য আবেদন করা যাবে। এই বিজ্ঞাপন দেখে রেগে আগুন নেটিজেনরা। বেশিরভাগের মতে, এমন করা যায়না। এটা সম্পূর্ণ বেআইনি। পরে ব্যাটারিওকেটেকনোলজিস-এর কর্ণধার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি নিছক মজা করতেই এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন।

Related Articles