ক্যান্সারের ওষুধ আবিষ্কার টাটা মেডিক্যালের, ভারতীয় গবেষণাতেই ক্যান্সার মুক্তি
Cancer drug discovery by Tata Medical

The Truth Of Bengal : আতঙ্কের অপর নাম ক্যান্সার। এই মারণ রোগে আক্রান্ত রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার আশাটাই থাকে সব থেকে কম। কখনও উন্নত চিকিৎসা ব্যাবস্থায় ক্যান্সারকে নিরাময় করা সম্ভব হলেও চিন্তা বাড়ায় পার্শ্ব প্রতিক্রিয়া। ক্যান্সারের মতো মারণ ব্যাধিকে বাগে আনতে বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে নানা গবেষণা। সেই চিকিৎসায় এবার বড় সুখবর আনল মুম্বই টাটা ইনস্টিটিউট। প্রায় ১০ বছর ধরে গবেষণার পর এবার ভারতীয় চিকিৎসকরাই আবিষ্কার করলেন ওযুধ।
এখন প্রশ্ন এই ওযুধের দ্বারা ক্যান্সার নিরাময় কী সত্যিই সম্ভব এবার? চিকিৎসাবিজ্ঞানের তাবড় বিশেষজ্ঞরা আগেই প্রমান করেছেন, যে, কোনও রোগের চিকিৎসা যদি সময়ে শুরু করা যায়, তাহলে সুস্থ হওয়া সম্ভব। এবার টাটা ইনস্টিটিউটের গবেষকরা নিয়ে এলেন এমন এক পদ্ধতি, যেখানে প্রথমবার ক্যান্সার থেকে মুক্তি পেলেও দ্বিতীয়বারের জন্য ফের আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা থাকে, তা প্রতিরোধ করা যাবে।
এছাড়াও চিকিৎসকদের দাবি, এই ওযুধ কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া ও ক্যান্সার বিকিরণ প্রায় ৫০ শতাংশ কমাতে সক্ষম। এটি অগ্ন্যাশয়, ফুসফুস এবং মুখের ক্যান্সারে কার্যকর হতে পারে। টাটা ইনস্টিটিউটের এক সিনিয়র সার্জন এক সাক্ষাৎকারে জানান, প্রায় এক দশক ধরে এই ট্যাবলেট নিয়ে কাজ করেছেন তারা। ট্যাবলেটটি আপাতত, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া থেকে অনুমোদনের অপেক্ষা।
FREE ACCESS