দেশ

হোটেলে ডেকে মহিলাকে যৌন নির্যাতন! সাসপেন্ড অন্ধ্রের টিডিপি বিধায়ক

Calling the hotel to sexually abuse the woman! Suspend Andhra TDP MLAs

Truth Of Bengal : আর জি কর কাটে তোলপাড় গোটা দেশ। প্রত্যেকেই যে যার নিজের মতো করে প্রতিবাদে শামিল হচ্ছে। এই ঘটনায় যখন কার্যত অগ্নিদগ্ধ রাজ্য রাজনীতি ঠিক সেই সময় প্রকাশে এলো আরেক যৌন নির্যাতনের ঘটনা। হোটেলে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ। অভিযোগের তীর রয়েছে অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি এর এক বিধায়কের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই অভিযোগ মেলার পরই অভিযুক্ত বিধায়ক কোনেতি আদিম উল কে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর দল। ঘটনাটি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশে।

জানা যায়, এক মহিলাকে আদিমুল নাকি হোটেলে ডেকেছিলেন। এরপর সেখানে তাকে যৌন-নিগ্রহ করা হয়। তবে এই গোটা ঘটনাটি ওই মহিলা গোপন ক্যামেরায় ভিডিও করে রাখেন। আর এই ঘটনাটি ওই মহিলা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ফাঁস করে দেন। এরপরই টিডিপিতে শুরু হয় আলোড়ন। দলের রাজ্য সভাপতি শ্রীনিবাস রাও অভিযুক্ত বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেন।

ওই বিধায়কের বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ, দলের কাজের সূত্রে বিধায়ক তার মোবাইল নম্বর জোগাড় করেছিলেন। এরপর থেকেই শুরু হয় হেনস্থা। নানান অজুহাতে তাকে হোটেলে ডেকে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয় ঘটনার কথা ফাঁস করলে মহিলার পরিবারের সদস্যদের খুন করার হুমকিও মেলে বিধায়কের তরফে। এই নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীর পুত্রের কাছে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। এরপর নির্যাতিতা বলেন, ” আমি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর পুত্র নারা লোকেশকে চিঠি লিখে পুরো ঘটনার কথা জানিয়েছিলাম। কিন্তু তারপরেও কোন ব্যবস্থা নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আনতে বাধ্য হলাম।”

Related Articles