দেশ

২০২৫ সালের বাজেট: শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Budget 2025: Union Finance Minister makes big announcement in the education sector

Truth Of Bengal: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি।

সরকারি স্কুলে ইন্টারনেট সুবিধা

দেশের সমস্ত সরকারি মাধ্যমিক স্কুলে ইন্টারনেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্কুলগুলিতে ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করা হবে, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনা করতে পারবে। শিক্ষক-শিক্ষিকাদেরও পাঠদানে সুবিধা হবে।

‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ চালু

দেশের শিক্ষাব্যবস্থায় আঞ্চলিক ভাষার গুরুত্ব বাড়াতে নতুন প্রকল্প চালু করছে সরকার। ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’-এর মাধ্যমে স্কুল ও কলেজে আঞ্চলিক ভাষায় পাঠ্যবই সরবরাহ করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজস্ব ভাষায় বিষয়গুলি সহজে বুঝতে পারে।

আইআইটি ও মেডিক্যাল কলেজে আসন বৃদ্ধি

দেশের প্রযুক্তিবিদ্যায় উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় বাজেটে আইআইটি-তে আসনসংখ্যা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, গত দশ বছরে দেশের ২৩টি আইআইটিতে আসন সংখ্যা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১.৩৫ লক্ষ শিক্ষার্থী আইআইটিতে পড়ছে, যা ২০১৪ সালে ছিল ৬৫ হাজার। নতুন পাঁচটি আইআইটি-তে আরও ৬,৫০০ শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে।

এছাড়া, দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজেও আসনসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ১০ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে, এবং আগামী পাঁচ বছরে আরও ৭৫ হাজার মেডিক্যাল আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২৫ সালের বাজেটে শিক্ষাখাতে বড় পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, এসব প্রকল্প কত দ্রুত বাস্তবায়িত হয়।

Related Articles