বদলাপুর কাণ্ডে স্বত:প্রণোদিত পদক্ষেপ বম্বে হাই কোর্টের
Bombay High Court takes spontaneous action in Badlapur case

Truth Of Bengal: গত সপ্তাহে বদলাপুরে দুই নার্সারী শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। এই ঘটনায় ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। শনিবার মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছে বিরুধীরা । এই পরিস্থিতিতে বুধবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রেবতীমোহিতে দেরে ও বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।
পাশাপাশি বদলাপুরের এই ঘটনায় নড়েচড়ে বসেছে মহারাষ্ট সরকার। বুধবার সরকারের পক্ষ থেকে মহারাষ্ট্রের প্রতিটি স্কুলে সিসিটিভি বসানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ম যদি কোন স্কুল না মানে সেই স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কুল চালানোর অনুমতি বাতিল করে দেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষা মন্ত্রী দীপক কেসরকর।
প্রসঙ্গত, ১৩ আগস্ট বদলাপুরের ইস্কুলে দুই নার্সারী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে । পরিবারের অভিযোগ ১৬ আগস্ট থানায় অভিযোগ দায়ের ১১ ঘণ্টা পর এফআইআর দায়ের করে পুলিশ। ঘটনায় স্কুলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। অভিযুক্তকে ২৬ শে আগস্ট পর্যন্ত পুলিশই হেফাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এছাড়াও বদলাপুরের স্কুলের প্রধান শিক্ষিকা সহ একজন শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।
উল্লেখ্য কলকার আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ । প্রতিবাদে পথে নেমছেন আমজনতা থেকে চিকিৎসক মহল। এই পরিস্থিতে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে এই ঘটনা। গোটা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ফুঁসছে দেশ।