দেশ

মুম্বইয়ের মার্কিন দূতাবাসে বোমাতঙ্ক, হুমকি মেল পুলিশের কাছে

Bomb threat at US embassy in Mumbai, threat mail to police

The Truth Of Bengal: উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ের মার্কিন দূতাবাস। এমনই হুমকির একটি মেল এসে পৌঁছায় মুম্বই পুলিশের কাছে। ঘটনার পিছনে কোন জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই মেল গত বছরের মত ভুয়ো হতে পারে।

ফের বড়সড় নাশকতার ছক মুম্বইয়ে। উড়িয়ে দেওয়া হবে মার্কিন দূতাবাস। খুন করা হবে দুতাবাসে থাকা সমস্ত আমেরিকানদের। এমনই একটি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে। পুলিশের কাছে মেল পাঠানো সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে মুম্বই পুলিশ। এই মেলের পিছনে কোন জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা সেই বিষয় ও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর মেল পাঠানো ওই ব্যক্তি নিজেকে আমেরিকার বাসিন্দা বলে দাবি করেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন বর্তমানে তিনি আর আমেরিকায় থাকেন না । কেন তিনি আমেরিকা থেকে পলাতক সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলেনি ওই ব্যক্তি। তবে আমেরিকান দের উপর তার রাগ স্পষ্টতই প্রকাশ পাচ্ছে ওই মেল থেকে।

মুম্বই পুলিশের প্রাথমিক অনুমান এই মেল কেউ ভুয়ো ভাবে পাঠিয়েছে। কিন্তু এই মেলকে একেবারেই তুরি মেরে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে । ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য এর আগেও গত বছর ডিসেম্বর মাসে মুম্বইয়ের ১১ টি জেলায় বোমা বিস্ফোরণের হুমকির মেল এসেছিল পুলিশের কাছে। এই মেল আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। যদিও টানা তল্লাশি চালানোর পরও পুলিশের হাতে কিছু সন্দেহভাজন বস্তু উদ্ধার হয়নি। তবে এই ক্ষত্রেও কি একই ঘটনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles