দেশ
Trending

ব্লু-প্রিন্ট প্রস্তুত ! দেশে পাঁচ বছরে তৈরি হতে চলেছে ১৪,৫০০টি পিএমশ্রী স্কুল

Blue-print ready! 14,500 PMshree schools are going to be built in the country in five years

The Truth Of Bengal: দেশজুড়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য এবার আগামী পাঁচ বছরের জন্য রোডম্যাপ তৈরি করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার দিল্লির সুষমা স্বরাজ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা। তাদের উপস্থিতিতেই এবার সেই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি বলেছিলেন যে সমস্ত রাজ্যের সমস্ত স্টেকহোল্ডারদের শিক্ষক এবং প্রতিষ্ঠানের সক্ষমতা শক্তিশালী করতে এবং দক্ষতাকে মূলধারায় আনতে কাজ করার প্রয়োজন রয়েছে।

সভায় ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন যে উন্নত ভারতের প্রধান স্তম্ভ হিসাবে একটি সহযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং শিক্ষার সুবিধা নিতে সকলের একত্রে কাজ করা দরকার। পাশাপাশি, এদিনের এই বৈঠকে পিএমশ্রী স্কিম নিয়েও আলোচনা করা হয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে পিএমশ্রী প্রকল্পের লক্ষ্য হল দেশের বিদ্যমান সরকারি স্কুলগুলিকে গুণগতভাবে শক্তিশালী করা এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর বাস্তবায়ন প্রদর্শন করা এবং সময়ের সাথে সাথে তাদের অনুকরণীয় স্কুলে পরিণত করা।

দেশে প্রায় ১৪,৫০০টি এই ধরনের স্কুল নির্মাণের কথা রয়েছে। তা সত্ত্বেও, দেশে এমন অনেক রাজ্য রয়েছে যারা তাদের রাজ্যগুলিকে এই প্রকল্পের সাথে যুক্ত করেনি। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু ছাড়াও এমন অনেক রাজ্য রয়েছে যেখানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। সব মিলিয়ে, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক প্রস্তুত, তা এদিন পরিস্কার করে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

Related Articles