দেশ
Trending

চণ্ডীগড় মেয়র নির্বাচনে ধাক্কা খেল বিজেপি, সুপ্রিমকোর্টে বড় ধাক্কা বিজেপির

BJP suffered a setback in the Chandigarh mayoral election

The Truth of bengal : চণ্ডীগড় মেয়র নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। সুপ্রিমকোর্টে বড় ধাক্কা খেল বিজেপি। বাতিল ভোট বৈধ ঘোষণা শীর্ষ আদালতের। প্রিসাইডিং অফিসার  ৮টি ভোট বাতিল করে। বিরোধীদের আবেদনে সাড়া দিল সুপ্রিমকোর্ট। ৮টি ভোটকে বৈধ ঘোষণা সুপ্রিম কোর্টের। ভোট পুনর্গণনা করে মেয়র ঘোষণা শীর্ষ আদালতের। আপ প্রার্থী কুলদীপ কুমার সিং মেয়র  হলেন।

প্রসঙ্গত চণ্ডীগড়ে মেয়র নির্বাচন সদ্য হয় ৩০ জানুয়ারি। সেই ভোটে বিরোধীপক্ষের ৮ টি ভোট বাতিল হয়। এই ভোট বাতিলের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন, আপ ও কংগ্রেসের সদস্যরা। ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। তবে এই ঘটনার বিরোধীপক্ষ দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের। এরপরই সেই মামলায় ভোটের ফলাফলকে খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, বিরোধী পক্ষের তরফে পড়া ৮ টি ভোট বাতিল নয়।

যাকে আগে বাতিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। সুপ্রিম কোর্ট ওই ৮ ভোটকে ‘বৈধ’ বলে অভিহিত করেছে। লে দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই ভোটে কংগ্রেস ও আপের জোটপ্রার্থী কুলদীপ সিং জয়ী হয়েছেন। আম আদমি পার্টির এই জয়, চণ্ডীগড়ের মেয়র পদের ভোটে বিজেপির কাছে বড় ধাক্কা!

 

FREE ACCESS

Related Articles