দেশ

বিগবসের ঘর থেকে সোজা গারদে গেলেন ইনফ্লুয়েন্সার, কারণটা কি?

Santosh Varthur gone Jail

The Truth of Bengal: সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেরই জীবনে দেখা গিয়েছে রকেট গতিতে উত্থান। রাতারাতি হয়ে গিয়েছেন সেলিব্রিটি। ফ্লিল্মস্টার থেকে নামী দামী তারকাদের মতোই এদের দাপট। এঁরা হলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কিন্তু এরা কি সবাই সামাজিক দায়িত্ববোধ পালন করেন? হয়তো না, এমনই এক দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড করে বসলেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার  ভার্তুর সন্তোষ।

ইনফ্লুয়েন্সার হওয়ার দৌলতে তিনি টিকিট পেয়েছিলেন বিখ্যাত টিভি শো বিগ বসের ঘরে যাওয়ার কিন্তু সেখানে গিয়েই ধরা পড়ল অন্য বিপত্তি। তাঁর গলায় ঝুলতে দেখা গিয়েছে এমন একটি লকেট, যাকে ঘিরেই বিতর্ক। অভিযোগ সেই লকেটেই ছিল নাকি একটি বাঘের নখ। সেটি গলায় পরা অবস্থাতেই রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছে প্রতিযোগীকে।  ঘটনা সামনে আসতেই কন্নড় বিগ বস-এর সেটে পৌঁছে গেল পুলিশ। গ্রেফতার করা হয় ভার্তুর সন্তোষকে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত রবিবার গ্রেফতার করা হয় তাঁকে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বিগ বস-এর অন্দরমহল থেকে তাঁকে বের করে আনে পুলিশ। বিগ বসের সেট থেকেই গ্রেফতার করে বন দফতরের আধিকারিকরা। বাঘের নখ এভাবে ব্যবহার করার জন্য ওই প্রতিযোগীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বন দফতর। বাজেয়াপ্ত করা হয়েছে লকেটটিকে। ওটি আসল বাঘের নখ কিনা, তা জানতে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত বেঙ্গালুরুতে গরু কেনাবেচার ব্যবসা রয়েছে ওই ব্যক্তির, সঙ্গে রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসা। এছাড়া কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি নেট দুনিয়ায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। এরপরই বিগ বসের টিকিট পান তিনি।