দেশ

তীব্র গরমে বড়সড় সিদ্ধান্ত ঝাড়খণ্ড সরকারের

Big decision of Jharkhand government in intense heat

The Truth of Bengal: গরমের তীব্র দাবহাদে কেবল বাংলা নয়, পুড়ছে তার পড়শি রাজ্যগুলোও। সূর্যের প্রখর রোদ্দুরে ঝলসে যাওয়ার মত অবস্থা পূর্ব ভারতের একাধিক রাজ্যে। ঝাড়খণ্ডের অবস্থাও এইরকম। এই গ্রীষ্মের হাত থেকে বাঁচতে পশ্চিমবঙ্গের স্কুল গুলিতে রাজ্য সরকার ছুটির কথা ঘোষণা করলেও ঝাড়খণ্ডের স্কুলে এখন কোনও ছুটি নেই। এমনটাই জানিয়েছে ঝাড়খণ্ড সরকার।

ছুটি না দিয়ে স্কুলগুলির সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৭ টার সময় স্কুল শুরু করার নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড সরকার। এও জানানো হয়েছে এই মুহূর্তে ছুটি দেওয়া হবেনা কোন স্কুলে। চলতি সপ্তাহে ঝাড়খণ্ডের একাধিক জেলায় তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রিতে। কেবল ঝাড়খণ্ড নয়, গরমে চোটে নাজেহাল ওড়িশাও। এই দুই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড গরমের ক্ষেত্রে যেন একে অপরকে টেক্কা দিয়ে চলেছে।

কিন্তু এত গরমেও ছুটি পাবেনা স্কুলের বাচ্চারা। বরং গরম থেকে সাময়িক রেহাই পেতে মর্নিং স্কুল করার পরিকল্পনা ঝাড়খণ্ড সরকারের। এই বিষয়ে ঝাড়খণ্ডের শিক্ষা দফতর এক নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বাচ্চারা সকাল ৭ টা থেকে স্কুল করবে বেলা ১১ টা পর্যন্ত এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্কুল করবে। এই নিয়ম কার্যকরী হবে ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে।

Related Articles