দেশ
Trending

ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন?

Mamata Banerjee will not be present at the meeting of the India alliance

The Truth Of Bengal : শনিবার বিজিপি বিরোধী ইন্ডিয়া জোটের শরীকদের ভার্চুয়াল বৈঠক। এবার জাতীয় কংগ্রেসের ডাকে বিজেপি বিরোধী এই জোটের ভার্চুয়াল বৈঠকে থাকবেন না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতৃত্ব জানিয়েছেন শেষ মুহূর্তে এই বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। ফলতো, মুখ্যমন্ত্রীর আগে থেকে বেশ কিছু কর্মসূচি ঠিক করে রাখা আছে। শুক্রবার বিকেলে কংগ্রেসের কেসি বেনুগোপাল তৃণমূল সুপ্রিমোকে ফোনে শনিবারের ইন্ডিয়া জোটের বৈঠকের বিষয়টি জানিয়েছিলেন। সূত্রের খবর তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এরকম শেষ মুহূর্তে জানানোর কারণে তাঁর পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না। তাঁর বেশ কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। যদিও শুধু তৃণমূল নেতৃত্ব নয় আরো এক বিরোধীদলের নেতৃত্ব এই বৈঠকে অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এইবার প্রথম নয় এর আগেও শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে বৈঠকের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এবারের মত একই রকম জানিয়েছিলেন যে তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই কারণেই তিনি উপস্থিত থাকতে পারবেন না। ফলতো সেই মিটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। যদিও আজ অর্থাৎ শনিবারের ইন্ডিয়া জোটের বৈঠকে তেমন কোন সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্র মারফত জানা যাচ্ছে, ভার্চুয়াল বৈঠকের জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে জেডিইউ এর নীতিশ কুমার, আরজেডির তেজস্বী যাদব, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে এর স্ট্যালিন, শিব সেনার তরফে উদ্ভব ঠাকরে, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই এর ডি রাজা, এছাড়াও আরো বেশ কিছু দলের শীর্ষ নেতৃত্বদের।

তবে বাংলার শাসক দল বলছে এই মিটিং সংক্রান্ত কোন আলোচ্য সূচি আগে থেকে তৃণমূল কংগ্রেসকে জানানো হয়নি। একই সাথে গত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ৩১শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করার ইঙ্গিত দিয়েছিলেন। সেই মতো কংগ্রেসের ৫ সদস্যের কমিটি তৈরি হলেও তৃণমূলের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের আসন রফা নিয়ে আলোচনা শুরু হয়নি। কিন্তু এসপির সঙ্গে একটি এবং আপের সঙ্গে দুই দফা বৈঠক হয়ে গিয়েছে কংগ্রেসের জোট বিষয়ক জাতীয় কমিটির। সুতরাং সম্পূর্ণ বিষয়টি নিয়ে যথেষ্ট খুব ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

FREE ACCESS

Related Articles