একটানা বৃষ্টিতে ফের বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে ধস
Bangla Sikkim life line again collapsed on national highway number 10 due to continuous rain

The Truth Of Bengal : একটানা বৃষ্টিতে ফের বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে ধস। বেশ কিছুদিন ধরেই বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। একটানা বৃষ্টির কারণে এদিন ফের একবার ধস নামে কালিম্পং এর বিরিকধারার কাছে ২১ মাইলে। রাস্তার অর্ধেক অংশ তিস্তা গ্রাস করে নিয়েছে। তবে সেই ধস সরানো কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। অপরদিকে বৃষ্টি চিন্তার ভাঁজ বাড়াচ্ছে প্রশাসনিক উচ্চ আধিকারিকদের। কবে এই ১০ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক হবে তা কিন্তু আরো বেশি করে চাপ বাড়াচ্ছে প্রশাসনিক আধিকারিকদের।
একটানা বৃষ্টির জেরে ফের ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে pic.twitter.com/dIa3V42BDo
— TOB DIGITAL (@DigitalTob) July 12, 2024
অপরদিকে বৃষ্টির কারণে জলস্তর বাড়তে শুরু করল তিস্তার। যার কারণে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ করে দিল প্রশাসন। বলা যেতে পারে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। যদিও তিস্তা বাজারে এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কত বছর চোঠা অক্টোবর তিস্তার সেই ভয়ংকর স্মৃতিই যেন ফের আরো একবার উসকে দিচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রশাসনের উচ্চ আধিকারিক সূত্রে খবর যদি একটানা বৃষ্টি চলতে থাকে তাহলে ধস সড়িয়ে মেরামতির কাছে কিন্তু কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। এই মুহূর্তে যদিও যুদ্ধকালীন তৎপরতায় ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ চালাছে।