দেশ

আজহারউদ্দিনকে তলব করল ইডি, দুর্নীতির অভিযোগ প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে

Azharuddin summoned by ED, corruption charges against former captain

Truth Of Bengal: মহম্মদ আজহারউদ্দিনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা (এইচসিএ) আর্থিক দুর্নীতির অভিযোগে ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে এই সমন জারি করেছে। ইডির হায়দরাবাদ দফতরে তাঁর উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে।

মহম্মদ আজহারউদ্দিন এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। ম্যাচ গড়াপেটার কলঙ্ক কাটিয়ে তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফিরে আসেন, কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগে তাঁর নাম জড়িয়ে যায়। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তছরুপের অভিযোগে ইডি তাঁকে তলব করেছে।

এইচসিএ-র প্রাক্তন সভাপতি হিসেবে আজহারের বিরুদ্ধে সংস্থার তহবিলের অর্থ অনুচিতভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। এই প্রথম ইডি তাঁকে সমন পাঠিয়েছে এবং বৃহস্পতিবার তাঁকে হাজির হতে বলা হয়েছে।

প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ আজহারের বিরুদ্ধে রয়েছে। উপ্পলের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের জন্য ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ক্যানোপি কেনার জন্য বরাদ্দ করা টাকার হদিশ নেই।

উল্লেখ্য, ম্যাচ গড়াপেটার অভিযোগে জড়িয়ে আজহারউদ্দিনকে ভারতীয় ক্রিকেট ছাড়তে হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁকে আজীবন নির্বাসনে পাঠানো হয়। তিনি ৪৭ টেস্টে দেশের নেতৃত্ব দিয়েছেন, ৯৯ টেস্ট এবং ৩৩৪টি ওয়ান ডে খেলেছেন। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর তিনি ক্রিকেট প্রশাসনে ফিরে আসেন।

Related Articles