হরিয়ানার সব আসনেই লড়বে আপ, বিজেপির বিরুদ্ধে লড়ার কথা ঘোষণা অতিশীর
Atisher announced to fight against BJP

Truth Of Bengal : ১লা অক্টোবর হরিয়ানায় নির্বাচন রয়েছে। ৯০আসনের বিধানসভায় বিজেপির বিরুদ্ধে লড়ার কথা ঘোষণা করে দিল আপ। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে কড়া টক্কর দেওয়া হবে। বিজেপিকে একার শক্তিতে আপ লড়ার মতো ক্ষমতা রাখে বলে দিল্লির মন্ত্রী অতীশী জানিয়েছেন।এই বিষয়ে অতিশী বলেন,পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মান,দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং,দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল জনসভায় লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন।
আগামীদিনে নতুন সরকার গড়ার লক্ষ্যে ঝাঁপাবে আপ। উল্লেখ্য,আপ দিল্লি ও পঞ্জাবে সরকার গঠন করেছে, গুজরাটে পাঁচজন এবং গোয়ায় দুইজন বিধায়ক রয়েছে। চণ্ডীগড়ের মেয়রও রয়েছে। এটিকে কাজে লাগানো তাঁদের লক্ষ্য। হরিয়ানার অবস্থান উপলব্ধি করে ঘুঁটি সাজাচ্ছে আপ।কারণ রাজ্যের অর্ধেকটি পাঞ্জাবের সাথে এবং অন্য অর্ধেক দিল্লির সাথে যুক্ত – দলটি বিশ্বাস করে যে বিজেপি শাসিত রাজ্যে জয়ের সম্ভাবনা রয়েছে।