দেশ
Trending

সুপ্রিমকোর্টে শুনানির আগেই অ্যাস্ট্রাজেনেকার বড়সড় সিদ্ধান্ত, বাজার থেকে টিকা তুলে নিতে চায় সংস্থাটি

AstraZeneca plans to pull vaccine from market ahead of Supreme Court hearing

The Truth Of Bengal: পার্শ্বপ্রতিক্রিয়া বিতর্কের মাঝে বড়সড় সিদ্ধান্ত নিল অ্যাস্ট্রাজেনেকা।  বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা-কোভিশিল্ড। এক বিবৃতিতে এমনটাই এবার জানিয়ে দিল   ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা। অ্যাস্ট্রাজেনেকার তরফে আরও জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন   তৈরি  বন্ধের মতোই সাপ্লাই বা বন্টনও কোনও কিছুই আর হবে না।ফলে অন্যান্য দেশের মতোই এদেশের মানুষও আর কোভিশিল্ডও বাজারে পাবে না।

সম্প্রতি কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা লন্ডনের আদালতে স্বীকার করে নিয়েছে, তাদের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। সাইড এফেক্ট হিসেবে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামের  রোগের সম্ভাবনা রয়েছে।যার ফলে শরীরে  রক্ত জমাট বেঁধে যাচ্ছে।  যাচ্ছে। এই পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এরপরই  ভ্যাকসিন প্রাপকদের মনে  আশঙ্কা তৈরি হয়। এদেশে  কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির বরাত পায় সেরাম ইনস্টিটিউট।

ব্রিটেনের মতোই অ্যাস্ট্রাজেনেকা এবং সেরামের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে।হয়েছে।এই সংক্রান্ত বিষয় শুনানির জন্য গ্রহণ করল সুপ্রিমকোর্ট।জানা গেছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এবিষয়ে শুনানির জন্য গ্রহণ করেছে । এক্ষেত্রে আদালত কোনও বিশেষজ্ঞদের টিম গঠন করতে পারে বলে আভাস মিলেছে।তারিখ ঠিক না হলেও দ্রুত শুনানি হতে পারে। তাই শীর্ষ আদালতের পর্যবেক্ষণে কী উঠে আসে তার দিকে তাকিয়ে দেশের প্রতিষেধকগ্রহণকারীরা। করোনার মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আনার জন্য এই কোভিশিল্ড দেওয়া হয়।

Free Access 

 

 

 

Related Articles