আসন্ন লোকসভা ভোটের নজরদারিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’, তোলপাড় নেট দুনিয়া
'Artificial Intelligence' to monitor upcoming Lok Sabha polls

The Truth Of Bengal : উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যখন নেট দুনিয়া কার্যত তোলপাড়, ঠিক তখনই প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। কী সেই তথ্য? এবার লোকসভা ভোট প্রক্রিয়ায় নজরদারির জন্য ব্যবহৃত হতে চলেছে এই ‘এআই’। যা কি না, দেশের নির্বাচনী ইতিহাসে প্রথম! সামনের লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নানা কর্মসূচিতে লিপ্ত হয়েছেন। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে এই এআই প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানোর জন্য ইতিমধ্যে টেন্ডার ইস্যু করা হয়ে গিয়েছে। এই মতাবস্থায় দিল্লির নির্দেশ মতো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এরাজ্যে ওই ই-টেন্ডার ইস্যু করেছে।
এখন প্রশ্ন, কীভাবে কাজ করবে এই এআই? যেসব বুথে ভোট প্রক্রিয়ার নজরদারিতে ওয়েবকাস্ট’ করা হবে, সেখানে এই প্রযুক্তি ব্যবহৃত হবে। এদিকে কমিশন সূত্রে খবর, প্রায় ৫০% স্পর্শকাতর বুথে যে ভিডিও বা শব্দ রেকর্ড হবে, তা যাচাই করে সঙ্কেত এআই প্রযুক্তি। প্রসঙ্গত, নির্বাচন কমিশন ২০১৯ সালের ভোটে নিরাপত্তায় আধাসেনার পাশাপাশি ওয়েব কাস্টিংয়ের উপর বিশেষ জোর দিয়েছিল। রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০ হাজার ৪৫৩টির মধ্যে কতগুলি বুথ স্পর্শকাতর বা সংবেদনশীল, তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি। কারণ, ভোট ঘোষণা ও কমিশনের যাবতীয় বিধি কার্যকর হওয়ার চূড়ান্ত সমীক্ষা শুধুমাত্র শেষ পর্যায়েই জানা সম্ভব।
জানা গিয়েছে, ওয়েবকাস্টিং প্রক্রিয়ায় এআই ব্যবহার নিয়ে চলতি সপ্তাহেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দফায় দফায় বৈঠক হয়। এছাড়াও এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আসন্ন রাজ্যসভা ভোট নিয়েও বিধানসভার আধিকারিকদের সঙ্গে শুক্রবার প্রস্তুতি বৈঠক করেছেন। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন এবং ৮ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ। সে দিন থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন। এ দিন ভোট প্রক্রিয়া-সহ গোটা বিষয়ে বিধানসভার সচিব-সহ আধিকারিকদের ‘কী করণীয়’ তা বুঝিয়ে দিয়েছেন সিইও।
FREE ACCESS