জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই,সেনার নজরে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি
Army-militants gunfight in Jammu and Kashmir

Truth of Bengal: সোমবার সকালে আবারও উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর। জঙ্গিদমনে সকাল তেকে তৎপর ভারতীয় সেনা। জঙ্গিদের ছোঁড়া গুলিতে আহত এক জওয়ান। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে জঙ্গিদের নাশকতা চলছে জম্মু কাশ্মীরে। কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে জঙ্গিদের আস্তানা তৈরি হওয়ার খবর মিলেছিল মাস খানেক আগেই।
জানা গিয়েছিল ওই অনুপ্রবেশকারী জঙ্গিদের কাছে রয়েছে, আরপিজি, মেশিনগান সহ অত্যাধুনিক অস্ত্র, উন্নত স্যাটেলাইট ফোন ও নাইট ভিশন। এই জঙ্গিরা প্রত্যেকেই পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত। সূত্রের খবর, জম্মুর সেনা ছাউনির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে ভারতীয় সেনার।
তারপর থেকে জঙ্গি দমনের অভিযান শুরু হয় নিরাপত্তারক্ষী বাহিনীর। শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের ছোঁড়া গুলিতেই এক জওয়ানের আহত হওয়ার পাওয়া যায়। ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে ওই সেনা ছাউনির নিরাপত্তা। এখসনও পর্যন্ত সেনার তল্লাশি অভিযান জারি রয়েছে জঙ্গি দমন করতে। প্রসঙ্গত, উপত্যকার তিন জায়গায় গত সপ্তাহেও অভিযানে নেমেছিল ভারতীয় সেনার তিনটি দল। সেই সময় সেনার ছোঁড়া গুলিতে নিহত হয়েছিল তিন জন জঙ্গি।