স্বামীর সঙ্গে বচসা, চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাপ মায়ের
Arguing with her husband, the mother plunges into the well with her four children

The Truth of Bengal: স্বামীর সঙ্গে বচসা। মেনে নিতে পারছিলেন না স্ত্রী। এই চরম সিদ্ধান্তটা নিয়ে নিয়েই নিলেন তিনি। মধ্যপ্রদেশের বছর 40 এর সুগনা বাঈ তার শিশু সন্তানদেরকে নিয়ে ঝাঁপ দিলেন কুয়োয়। তাতে মৃত্যু হয়েছে চার সন্তানের ই। যদিও বেঁচে যান মা। পুলিশ এসে সকলকেই উদ্ধার করেছে কুয়া থেকে। ১১ বছরের অরবিন্দ, নয় বছরের অনুষা, ছয় বছরের বিট্টু এবং তিন বছরের কার্তিকের দেহ উদ্ধার হয়েছে। বেশ কয়েকদিন ধরে টানা স্বামী-স্ত্রীর এই ঝামেলা চলছিল। স্ত্রীকে মারধরও করেছিলেন তার স্বামী রোদু।
এমনকি বাড়ি থেকে চলে যাবার কথাও জানিয়েছিলেন স্ত্রী। পাশের স্কুলে গিয়ে রাতও কাটিয়ে ছিলেন। কিছুতেই কিছু না হওয়ায়। তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেকেই হত্যা করবেন সঙ্গে যার সন্তান কেউ হত্যা করবেন। সেই হিসেবে কুয়েতে ঝাপ দেন। প্রতিবেশীরা ছুটে এলেও কেউ কিছুই করতে পারেনি। পুলিশ এসে সবাইকে উদ্ধার করে । যার সন্তানের দেহই ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা নেপথ থেকে আর কেউ জড়িত আছে কিনা সে খোঁজখবর নিচ্ছেন তদন্তকারীরা।