যৌতুকের টাকা এবং বাইক না মেলায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে
Allegations of beating wife to death for not matching dowry money and bike in Uttar Pradesh

Truth Of Bengal: যৌতুক না মেলায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। এই নৃসংশ্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে একটি বাইক এবং তিন লক্ষ্য টাকা নগদ চেয়েছিল বরপক্ষ। কিন্তু সেই দাবি না মেটানোই পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর মৃত মহিলার নাম মিনা। দুই বছর আগে বৈখেড়া গ্রামের সুন্দর নামে এক ব্যাক্তির সঙ্গে বিয়ে হয়েছিল মিনার। পনের জন্য বিয়ের পর থেকেই মিনার ওপর অত্যাচার শুরু করে সুন্দর। এমনকি মাঝে মধ্যে মিনাকে মারধর করত সুন্দর। মিনা এই অত্যাচারের কথা পরিবারকেও জানিয়েছিল। রাখি উৎসবে সময় সোহার্কে মিনা তার বাবার বাড়ি যায়। তারপর থেকেই মিনা সেখানেই ছিলেন। পরিবাররে এক সদস্য জানিয়েছেন, মিনার বাবার বাড়িতেই মাঝে মধ্যে সুন্দর দেখা করতে আসতেন। মিনার পরিবাররে লোকের সঙ্গে খাওয়া দাওয়া করতেন সুন্দর।
রবিবার সুন্দর মিনাকে তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাড়িত নিয়ে আসার পর মিনার ওপর আবার অত্যাচার শুরু করেন সুন্দর। মিনাকে প্রথমে লাঠি মারধোর করে সুন্দর তারপরে গলা টিপে খুন করে বলে অভিযোগ। তারপর থেকে পলাতক অভিযুক্ত সুন্দর। এই ঘটনায় স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে থনায় পৌঁচ্ছায় মৃতার পরিবার। তারা অভিযুক্ত সুন্দরের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মিনার বাবা থানায় সুন্দর, তার মা এবং তার দিদি,সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । পুলিশ মিনার মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত সুন্দরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।