দেশ

মাওবাদ মুক্ত ভারত গঠনের লক্ষ্যে ‘অল আউট’ অভিযান, বস্তারে নিকেশ ৩০ মাওবাদী

'All out' campaign to create Maoist free India, Bastar Nikesh 7 Maoists

Truth Of Bengal : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদ মুক্ত করা হবে। এই উদ্দেশ্যে, মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে ‘অল আউট’ অভিযান শুরু হয়েছে। শুক্রবার ছত্তিশগড়ের বস্তারে এক অভিযানে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ জন মাওবাদী নিহত হয়েছেন এবং পুলিশ বড় পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের সূত্র অনুযায়ী, নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমানায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের অবস্থানের খবর পেয়ে শুক্রবার দুপুর ১টা নাগাদ নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। নারায়ণপুর ও দান্তেওয়াড়ার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এলাকাটি ঘিরে অভিযান শুরু হলে মাওবাদীরা গুলি চালানো শুরু করে। যৌথ বাহিনী পালটা জবাব দেয়। দীর্ঘ সময় ধরে চলা গুলির লড়াইয়ের পর ৩০ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও গোটা এলাকায় তল্লাশি অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, মৃত মাওবাদী সদস্যদের থেকে একটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর (Self Loading Rifle) এবং বহু পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রশাসনিক সূত্র অনুযায়ী, মাওবাদীদের বিরুদ্ধে সম্পূর্ণ অভিযান চালানোর পর থেকে এ বছর বস্তার অঞ্চলের সাতটি জেলায় এখন পর্যন্ত ১৬৪ জন মাওবাদী মারা গিয়েছেন।

সম্প্রতি, ছত্তিশগড় থেকে মাওবাদী উপদ্রব দূরীকরণের উদ্দেশ্যে এক প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন যে, সর্বশক্তি প্রয়োগ করে এই লড়াই চালানো হবে। তিনি এক জনসভায় বলেন, ২০২৬ সালের মার্চ মাস নাগাদ ভারতকে ‘মাওবাদী মুক্ত’ ঘোষণা করা হবে। তাঁর মতে, “মাওবাদী সমস্যা হল দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। তবে আশার বিষয় হল, একটি রাজ্য বাদে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র ইতিমধ্যেই মাওবাদী সমস্যা থেকে মুক্ত হয়েছে।” মাওবাদীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা মাওবাদের সঙ্গে জড়িত, তাদের প্রতি আমার আহ্বান, অস্ত্র পরিত্যাগ করুন। দেশ এখন নতুন যুগের সূচনা করেছে, এই উন্নয়নের যাত্রায় আপনারাও যোগ দিন।”