
The Truth Of Bengal: মৌ বসু, সামাজিক, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা ও বিজ্ঞান, নানান ক্ষেত্রে আজ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতে প্রথমবার ৮০ হাজার শিক্ষককে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষিণের রাজ্য কেরালার স্কুলে ৮০ হাজার স্কুল শিক্ষককে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ান এমন স্কুল শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি গ্রুপে থাকবেন ২৫ জন করে শিক্ষক-শিক্ষিকা। তাঁরা নিজেদের ল্যাপটপ ও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
এআই টুল ব্যবহারের সময় শিক্ষকদের ব্যক্তি গোপনীয়তা রক্ষা করতে Kerala Infrastructure and Technology for Education (KITE) ব্যবহার করবে জি-স্যুট অ্যাকাউন্ট। এর ফলে ব্যক্তিগত ইমেইল আইডি ব্যবহার করতে হবে না। কেআইটিই’র লক্ষ্য হল ২০২৪ সালের আগস্টের মধ্যে ৮০ হাজার শিক্ষককে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিরতে সড়গড় করে তোলা। তাই ২ মে থেকে প্রশিক্ষণ শুরু হবে।বিভিন্ন রকমের এআই টুল কীভাবে ব্যবহার করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হবে।