দেশ
Trending

জিও-র পর এবার দাম বাড়াল এয়ারটেল! রিচার্জ প্ল্যানে বৃদ্ধি পেল মাসুল

After Jio, now Airtel, 10%-21% increase in tariff plans

The Truth Of Bengal: রিলায়েন্স জিও তাদের মোবাইল প্ল্যানে 12% থেকে 25% পর্যন্ত মাসুল বৃদ্ধির ঘোষণা করার একদিন পর 28 জুন ভারতী এয়ারটেল তাদের ট্যারিফ প্ল্যানে মাসুল বৃদ্ধির কথা জানল। 10% থেকে 21% মাসুল বাড়িয়েছে এয়ারটেল।  2021 সালের ডিসেম্বরের পর থেকে এই প্রথম মাসুল বাড়াল এয়ারটেল।

নতুন শুল্ক 3 জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ভারতী এয়ারটেল। এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে টেলিকম কোম্পানিগুলির ঘুড়ে দাঁড়ানোর জন্য প্রতি মোবাইলপিছু গড় আয় 300 টাকার ওপরে হওয়া দরকার। তা হলে পরিষেবাপ্রদানে আরও বেশি যত্নশীল হতে পারবে মোবাইল কোম্পানিগুলি। এদিন মাসুল বৃদ্ধির ঘোষণার পর এয়ারটেলের শেয়ারের দাম বেড়েছে। BSE-তে ভারতী এয়ারটেলের শেয়ার প্রায় 2% বেড়ে ₹1496.80 এ পৌঁছেছে। রিলায়্যান্স ইন্ডাস্ট্রি এবং ভারতী এয়ারটেল উভয়ই 28 জুন বাজার খোলার সময় শীর্ষ লাভকারী ছিল।

উল্লেখ্য, গতকাল মাসুল বৃদ্ধির কথা ঘোষণা করে জিও। একদিন পর এবার মাসুল বৃদ্ধির কথা জানাল ভারতী এয়ারটেল। সুনীল মিত্তলের নেতৃত্বাধীন ভারতী এয়ারটেল বারবার বর্তমান Average Revenue Per User 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার প্রয়োজনীয়তার কথা বলে এসেছে। কারণ হিসেবে তাঁরা জানায়, ভারতে মোবাইল মাসুল সবচেয়ে সস্তা। সমস্ত ট্যারিফ প্ল্যান সস্তা হওয়ায় যা কোম্পানির ওপর প্রভাব ফেলছিল। ঘুরে দাঁড়ানোর জন্য ট্যারিফ প্ল্যান বদলানোর প্রয়োজন ছিল।

রিলায়েন্স জিও-র পর এবার এয়ারটেল তাদের মাসুল বৃদ্ধির কথা জানানোয় খুব স্বাভাবিক ভাবেই গ্রাহকদের ওপর চাপ পড়বে। তবে মাসুল বৃদ্ধি ছাড়া তাদের কাছে বিকল্প উপায় ছিল না বলে দাবি করেছে টেলিকম কোম্পানিগুলি।

Related Articles