বিহারের পর এবার ১২ টি রাজ্যে এসআইআর, মঙ্গলবার থেকে বঙ্গে শুরু এসআইআর
বিহারে এসআইআর শেষ হওয়ার পর জানা গিয়েছিল, প্রায় ৬৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।
Truth Of Bengal: বিহারের পর এবার গোটা দেশে হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে এই বিশেষ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের দিনক্ষণ। প্রথম পর্যায় শেষ হওয়ার কথা জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে সোমবার এক সাংবাদিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ে দেশের মোট বারোটি রাজ্যে শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই রাজ্যগুলি হল আন্দামান ও নিকোবর, ছত্তীসগড়, গোয়া, গুজরাত, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, মধ্যপ্রদেশ, পন্ডিচেরি এবং লাক্ষাদ্বীপ।
#SIR 12 States & UTs#ECI #SIRPhase2 pic.twitter.com/JA2CnyWulz
— Election Commission of India (@ECISVEEP) October 27, 2025
কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল বা যাঁদের বাবা-মায়ের নাম ছিল, তাঁদের ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকায় নাম তোলার জন্য কোনও অতিরিক্ত নথি জমা দিতে হবে না। মঙ্গলবার থেকেই শুরু হবে বিএলওদের প্রশিক্ষণ। তাঁরা প্রতিটি বাড়িতে তিনবার করে যাবেন ভোটার তালিকা যাচাইয়ের জন্য।
এই পদ্ধতিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তুলেছে যে, এই প্রক্রিয়া ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলায় তৃণমূল কংগ্রেস, বিহারে আরজেডি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে—সবাই এই বিষয়ে বিজেপিকে নিশানা করেছে। বিহারে এসআইআর শেষ হওয়ার পর জানা গিয়েছিল, প্রায় ৬৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা চলছে।
যদিও সোমবারের সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্টভাবে জানিয়েছেন, বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ কমিশনের কাছে জমা পড়েনি। তাঁর দাবি, “ধরে নেওয়া যায়, বিহারে সম্পূর্ণ শুদ্ধভাবে এসআইআর সম্পন্ন হয়েছে।”
এই প্রেক্ষিতেই সারা দেশের জন্য এসআইআর ঘোষণা করল নির্বাচন কমিশন। বিহারের ক্ষেত্রে যেভাবে লিখিত নির্দেশ জারি হয়েছিল, এবার তা সাংবাদিক বৈঠক করেই ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জানান, যোগ্য ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং অযোগ্যদের তালিকা থেকে সরানোই এই বিশেষ নিবিড় সংশোধনের মূল উদ্দেশ্য।
তিনি আরও জানিয়েছেন, সোমবার মধ্যরাতের পর থেকে ভোটার তালিকা ফ্রিজ করা হবে। প্রায় দুই দশক পর ভারতে ফের এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। শেষবার দেশে এসআইআর হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। এবার নতুন করে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সারা দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার যাচাই অভিযান।





