৮ বছর পর মিলল নিখোঁজ বিমানের হদিশ, উদ্ধার ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২ এর ধ্বংসাবশেষ…
After 8 years, the whereabouts of the missing plane was found, the wreckage of the Indian Air Force aircraft AN-32 was recovered

The Truth Of Bengal: ৮ বছর পর ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমান এএন-৩২ এর ধ্বংসাবশেষ উদ্ধার। বঙ্গোপসাগর থেকে উদ্ধার বিমানের ধ্বংসাবশেষ।
৮ বছর পর বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। উদ্ধার হয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে সরকারের তরফে। প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ শে জুলাই সকালবেলা ২৯ জন বিমানকর্মীকে নিয়ে চেন্নাইয়ের তামবারাম এয়ারফোর্সের স্টেশন থেকে উড়েছিল ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২। আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছিল বিমানটি।তারপর বিমানের আর খোঁজ পাওয়া যায়নি। বঙ্গোপসাগেরেই ২৯ জন বিমানকর্মীকে নিয়েই নিখোঁজ হয় বিমানটি। বিমানের পাশাপাশি ২৯জন বিমানকর্মীদেরও কোন খোঁজ মেলেনি। তার পর বহু খোঁজ চালালোন পরেও বিমানটির সন্ধান পাওয়া যায়নি। ঘটনার ৮ বছর পর বঙ্গোপসাগর থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে।
তবে উদ্ধার হওয়া বিমানের ধ্বংসাবশেষটি মনে করা হচ্ছে এএন-৩২ বিমানের। কারণ যে অঞ্চল থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে সেখানে অতীতে কোন বিমান দুর্ঘটনারহ ইতিহাস নেই। চেন্নাই থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। ফলে সেটি এয়ারফোর্স এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করেছে সরকার।
Free Access