দেশ

বন্ধ হল দিল্লির আফগান দূতাবাস

Afghan embassy closed in Delhi

The Truth of Bengal: নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের দরজায় তালা পড়ল। দূতাবাসে বর্তমানে তিনজন আফগান কূটনীতিক ছিলেন। সূত্রের খবর, ওই তিন কূটনীতিক ফ্রান্সে পাড়ি দিয়েছেন।আফগানিস্তানে তালিবানরা ফের ক্ষমতায় আসার পর থেকে দিল্লিস্থিত আফগান দূতাবাস নিয়ে বিতর্ক ছড়িয়েছে। কারণ দিল্লিস্থিত আফগান দূতাবাসের কর্তৃত্ব দখল করতে পারেনি কাবুল। এনিয়ে দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। কূ়টনীতিক মহল এখন লক্ষ্য রাখছে পরিস্থিতি কোন দিকে গড়ায়।

ফের কবে দিল্লিস্থিত ওই আফগান দূতাবাস খুলবে, তা এখনও অনিশ্চিত।তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর চাপ বেড়েছে ভারত-সহ প্রতিবেশী কয়েকটি দেশের ওপর। কারণ আশঙ্কা ছিল, তালিবান জঙ্গিরা আফগানিস্তানে রাজনৈতিক ক্ষমতা দখল করার পরে জঙ্গি ততপরতা বাড়বে প্রতিবেশী দেশগুলিতেও। অনেকক্ষেত্রে সেই আশঙ্কা সত্য হয়েছে।

দিল্লিস্থিত আফগান দূতাবাস বন্ধ হওয়ার পরে এই পরিস্থিতিতে কাবুলের পরবর্তী পদক্ষেপ নিয়ে চলেছে জল্পনা। যদিও তালিবানরা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে এখনও কিছু জানায়নি।সূত্রের খবর, দিল্লিস্থিত তালিবান দূতাবাসে যে তিনজন কর্মী ছিলেন তাঁদের সঙ্গে তালিবান সরকারের বনিবনা হচ্ছিল না। এরপর সম্প্রতি কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে তালিবানরা জানায়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিল্লিস্থিত তালিবান দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।

Free Access

Related Articles