দেশ

অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত মহিলা ডিএসপি! গ্রেফতার পাঁচ

Affected female DSP to lift the blockade! Five arrested

Truth Of Bengal: তামিলনাড়ুর বিরুধুনগরে রাস্তা বন্ধ করে সরকারি হাসপাতালের সামনে চলছিল বিক্ষোভ। সেই বিক্ষোভ তুলতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা পুলিশ অফিসার। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত সহ পাঁচজন গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে সোমবার দক্ষিণী রাজ্যের অরুপুক্কোটাইয়ে খুন হন এক ব্যক্তি।

ব্যক্তিগত শত্রুতার জেরে খুন বলে অভিযোগ। মঙ্গলবার মৃত ব্যক্তির পরিবারের সদস্য এবং বন্ধুরা হাসপাতালের সামনে ভিড় জমায়। মৃত ব্যক্তির খুনির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন রাস্তা অবরোধের চেষ্টা করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি গায়ত্রী ও অন্য পুলিশ আধিকারিকরা। তারা বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে গোলমাল শুরু হয়।

পুলিশ রাস্তা থেকে অবরোধকারীদের সরাতে গেলে বিষয়টি হাতাহাতির কাছে পৌঁছায়। হাতাহাতির মধ্যে এক অবরোধকারী ধাক্কা মারেন ডিএসপি গায়ত্রীকে। অন্য একজন এসে তার চুল ধরে টান দেয়। সেই সময় দ্রুত অন্য পুলিশ কর্মীরা এসে কোনরকমে গায়ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । যিনি চুল ধরে টান দেয়। তার পাশাপাশি আরও চারজন বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles