দেশ

মহিলা বিচারককে জুতো ছুঁড়ে মারল আসামী, চাঞ্চল্য তেলেঙ্গানায়

Accused throws shoe at female judge, stirs in Telangana

Truth Of Bengal: খুনের চেষ্টা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়ে ক্ষুব্ধ এক আসামি বৃহস্পতিবার আদালত কক্ষে একজন মহিলা বিচারকের দিকে জুতো ছুঁড়ে মারেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন অন্য একটি হত্যা মামলার আসামিকে অতিরিক্ত জেলা জজ (এডিজে) আদালতে হাজির করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, জুতোটি বিচারকের গায়ে লাগেনি। আইনজীবীরা অপরাধীকে ধরে ফেলেন এবং মারধরের পর পুলিশের হাতে তুলে দেন। রাঙ্গা রেড্ডি জেলা বার অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা জানিয়েছে। বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অভিযুক্তের বিচারকের প্রতি ক্ষোভ ছিল।

তাই সে বিচারকের দিকে জুতো ছুঁড়ে মারে। তিনি হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার আদালতের কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে।

Related Articles