যোগী রাজ্যে বড় ধাক্কা, হাইকোর্টের নির্দেশে বাতিল ৬৯ হাজার হবু শিক্ষকের চাকরি
According to the order of the High Court, the jobs of 69,000 teachers will be cancelled

Truth Of Bengal : হাইকোর্টের নির্দেশে বড়সড় ধাক্কা খেল যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকার। বাতিল ৬৯ হাজার হবু শিক্ষকের চাকরি। উত্তরপ্রদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬৯ হাজার জনের মেধা তালিকা তৈরি করা হয়ে ছিল। শুক্রবার সেই মেধা তালিকা বাতিল করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি মৌলিক শিক্ষা বিধি এবং সংরক্ষণ নির্দেশিকা মেনে, তিন মাসের মধ্যে নতুন তালিকা তৈরি করার নির্দেশ হাইকোর্টের । যোগী রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আদালতে এই মামলা বহুদিন ধরে বকেয়া ছিল।আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ এই নিয়োগে প্রযোজ্য হবে না বলেই মেনে নিয়েছে আদালত । কারন যেই সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তখনও ওই সংরক্ষণ আইন চালুই হয়নি।
প্রসঙ্গত যোগী রাজ্যে ২০১৮ সালে ৬৯ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তার পরের বছর পরীক্ষায় বসেন ৪ লক্ষ্য পরীক্ষার্থী ,পরীক্ষায় পাস করেন ১ লক্ষ্য ৪৭ হাজার পরীক্ষার্থী। যার মধ্যে ১ লক্ষ্য ১০ হাজার পরীক্ষার্থী সংরক্ষিত শ্রেণীর । পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ১৯ হাজার পরীক্ষার্থী সংরক্ষণের সুবিধা পাননি বলে অভিযোগ। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কয়েকজন শিক্ষার্থী আদালতে দারস্ত হোন। শুক্রবার দীর্ঘ শুনানির পর পুরো মেধা তালিকা বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ।