দেশ

যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী ভারত

A more powerful India on the battlefield

The Truth oF Bengal: যুদ্ধক্ষেত্রে ক্রমশ শক্রিশালী হয়ে উঠছে ভারত । এবার ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তরফ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা করা হল। জানা যাচ্ছে এই ক্ষেপনাস্ত্র ৫০০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের হামলা রুখতে সক্ষম। ডিআরডিওর এই সফলতার জেরে ডিআরডিওর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, চদিন কয়েক আগেই জুনপুটে ফ্লাইট ট্রায়াল বাতিল করেছিল ডিআরডিও।

কারণ স্বরূপ জানা যায়, মতসজীবীদের আন্দোলন। তিনদিন মতসজীবীদের সমুদ্র যাত্রা বন্ধ পরও ফ্লাইট ট্রায়াল হয়নি। যার জেরে মতসজীবী সংগঠনগুলোর তরফ থেকে ক্ষোভ দেখানো হয়েছিল। ফ্লাইট ট্রায়াল হল না বলে বক্তব্য ছিল তাদের। সেই অবস্থাতেই  বন্ধ রাখা হয়েছিল ক্ষেপনাস্ত্র উতক্ষেপন। এবার ডিআরডিও সূত্রে খবর এই ক্ষেপনাস্ত্রের ব্যাহারিক কৌশল ও লক্ষভেদের সক্ষমতার প্রাথমিক পরীক্ষা প্রথমদিকে হয়েছিল। পরে ওড়িশার চাঁদিপুরে দ্বিতীয় পর্যায়ের বৈঠক হয়। প্রথম এবং দ্বিতীয় দুবারইঈ পরীক্ষা সফল হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles