দীপাবলির আগে বড়সড় নাশকতার ছক বানচাল হল মণিপুরে
A major terrorist attack was foiled in Manipur before Diwali

Truth of Bengal: দীপাবলির আগে বড়সড় নাশকতার ছক বানচাল হল মণিপুরে। বিজেপি শাসিত এই রাজ্যে জঙ্গি কার্যকলাপ কিছুতেই বন্ধ হচ্ছে না। জাতিগত সমস্যা থেকে শুরু করে জঙ্গি হামলায় অশান্ত মণিপুর। প্রতিনিয়তই ঘটে চলেছে নাশকতামূলক ঘটনা। এবার দীপাবলির আগে পুলিশি তৎপরতায় বানচাল হল নাশকতার ছক।
মণিপুর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। রক্তাক্ত জাতিসংঘর্ষের রেশ ধরে এ রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। মণিপুর পুলিশ জানিয়েছে, চুড়াচাঁদপুর জেলায় অনুসন্ধান অভিযানের সময় রকেট, মর্টার এবং দেশীয় তৈরি গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে। মণিপুর পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তল্লাশী চালিয়ে চারটি রকেট উদ্ধার হয়েছে, যার মধ্যে দুটির উচ্চতা আনুমানিক 8 ফুট এবং বাকি দুটি প্রায় ৭ ফুটের। পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি বড় দেশীয় মর্টার, একটি মাঝারি আকারের মর্টার, তিনটি ইম্প্রোভাইজড মর্টার বোমা ও একটি রেডিও সেট।
চুড়াচাঁদপুর জেলার পাঞ্জাং গ্রামে অভিযানে গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়। পার্বত্য ও উপত্যকা জেলার প্রান্তিক এলাকায় অভিযান পরিচালিত হয়। মণিপুর পুলিশ জানিয়েছে এই এলাকায় সম্ভাব্য সংঘাত রোধ করার জন্য অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। অস্ত্রগুলির উৎস জানতে তদন্ত চলছে৷ পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে এবং জনগণ যেন গুজবে বিশ্বাস না করে মিথ্যা ভিডিও সম্পর্কে সচেতন থাকে। সেই সঙ্গে আবেদন জানানো হয় জাতি সংঘর্ষে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ফেরত দেওয়ার বিষয়ে।