টানা ২ দিন কুয়োর মধ্যে থাকার পর মৃত্যু হল ৬ বছরের শিশুর
A 6-year-old child died after staying in the well for 2 days

The Truth of Bengal: খেলতে খেলতে কুয়োয় পড়ে যায় মাত্র ৬ বছর বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। ওই জেলার প্রশাসনের তরফ থেকে শিশুকে উদ্ধার করার চেষ্টা চালানো হয়েছে কিন্তু শেষ রক্ষা হলনা খুদের। টানা ২ দিন কুয়োর মধ্যে থাকার পর মৃত্যু হল তার। খেলা করতে করতে গভীর কুয়োয় পড়ে গেছিল ৬ বছর বয়সী ছোট্ট এক খুদে। টানা ২ দিন ধরে কুয়ো থেকে বের করে আনার চেষ্টা করার পরও অবশেষে মৃত্যু হল তার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। ৬ বছরের এক শিশু খেলতে খেলতে পড়ে যায় ৪০ ফুট গভীর এক কুয়োতে। শুক্রবার দুপুর ৩ টে নাগাদ ঘটে এই বিপত্তি।
ঘটনার টের পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। শিশু কে উদ্ধার করতে মধ্যপ্রদেশের রেওয়া জেলার প্রশাসনের তরফে নেওয়া হয় ব্যবস্থা। ঘটনাস্থলে পৌঁছে অতো গভীর কুয়ো থেকে একরত্তি শিশুকে বের করে আনার চেষ্টা চালায় উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ সকলে মিলে কুয়ো থেকে এই শিশুকে বের করে আনার চেষ্টা চালায়। বারাণসী থেকে আনানো হয়েছিল বিশেষ উদ্ধারকারী দল। কুয়োর ভিতরে শিশুটি কোথায় আছে সেই বিষয়ে জানার পর একটি সমান্তরাল গর্ত খোঁড়ার ব্যবস্থাও করা হয়েছিল।
৬ বছরের ওই একরত্তি শিশু যাতে ঠিক মত নিশ্বাস প্রশ্বাস নিতে পারে এবং খাবার ঠিক মত খেতে পারে, সেই বিষয়েও নজর রাখা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। গর্তের ৭০ ফুট নীচে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা থেকে শুরু করে বড় বড় দুটি ক্রেন দিয়ে আরও একটি গর্ত খোঁড়ার ও চেষ্টা চালানো হয়। যাতে উদ্ধারকারী দল ওই খুদের কাছে পৌঁছতে পারে। কিন্তু সবশেষে ব্যর্থ হল এই টানা ৪০ ঘণ্টার পরিশ্রম। রবিবার শিশুকে কুয়োর গর্ত থেকে বের করা হলেও ততক্ষণে সব শেষ। মৃত্যু হয়েছে ওই ছোট্ট খুদের। শোকের ছায়া গোটা এলাকায়।