ভয়াবহ পথ দুর্ঘটনা হরিয়ানার আম্বালায় মৃত একই পরিবারের ৭ সদস্য
7 members of the same family died in a terrible road accident in Ambala, Haryana

The Truth of Bengal: তীর্থ করতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত ৭। আহত আরও ২০ জন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায়। মৃত সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা ও একই পরিবারের সদস্য বলে জানা গেছে। পাহাড়ের দুর্গম পথ ঠেলে সভার ভাগ্যে জোটে না বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সৌভাগ্য। বছরের অধিকাংশ সময়ে বহু পুণ্যার্থীরা যান এই মন্দির দর্শনে। উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে একই পরিবারের ৩০ জন সদস্য একটি মিনি বাসে করে সপরিবারে যাচ্ছিল বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে।
কিন্তু যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। হরিয়ানার দিল্লি –জম্মু হাইওয়ে দিয়ে ওই মিনি বাস যাচ্ছিল, বাসের সামনে ছিল একটি লরি। ওই লরির সামনে থাকা একটি গাড়ি হঠাৎ করে সামনে বাঁক নিয়ে তেল ভরার জন্য ঢুকে পড়ে পেট্রোল পাম্পে। সেই সময় পিছনে থাকা লরিটি দুর্ঘটনা এড়াতে জোড়ে ব্রেক কষে। আর ঠিক তার পিছনেই ছিল মিনি বাস। মিনি বাসের চালক ব্রেক কষে দুর্ঘটনা এড়াতে চেষ্টা করলেও শেষ অব্দি তা আর হয়ে ওঠেনি। মিনিবাসটি পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে লরিটিকে।
মিনিবাসের সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই বাসের সামনে বসা যাত্রীদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর ভাবে আহত ছিল আরও ২৩ জন। তাদের কে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার পর লরির চালক পলাতক। লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। লরি চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।