ডেইলিহান্ট ‘ট্রাস্ট অফ নেশন’-এর সমীক্ষা, মোদিকে চায় ৬৪ শতাংশ মানুষ
64% respondents want Narendra Modi as PM again in Dailyhunt ‘Trust of Nation’ survey

The Truth of Bengal: প্রধানমন্ত্রী হিসেবে আবার নরেন্দ্র মোদিকে দেখতে চান দেশের ৬৪ শতাংশ নাগরিক। অনলাইন প্ল্যাটফর্ম ‘ডেইলিহান্ট’-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ডেইলিহান্ট ‘ট্রাস্ট অফ নেশন’ নামে এই সমীক্ষায় গোটা দেশের মানুষের মতামত নেওয়া হয়েছিল। ‘ট্রাস্ট অফ দ্য নেশন 2024’ সমীক্ষার সেই ফলাফল সামনে আনা হয়েছে। দেশের ১১টি ভাষায়, বিভিন্ন জনগোষ্ঠীর ৭৭ লক্ষের বেশি মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়।
অনেকগুলি ফ্যাক্টর মাথায় রেখে বেশ কয়েকটি বিভাগে এই সমীক্ষা চালানো হয়েছিল। ৬১ শতাংশ মতামতদাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। ৬৩ শতাংশ মানুষ মনে করে বিজেপি বা এনডিএ জোট আসন্ন সাধারণ নির্বাচনে ফের ক্ষমতায় আসবে।
2024 সালের নির্বাচনের অনুভূতি
পাঁচজনের মধ্যে তিনজন উত্তরদাতা অর্থাৎ ৬৪ শতাংশ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে মত দিয়েছেন। ২১.৮ শতাংশ মানুষ রাহুল গান্ধির পক্ষে মত দিয়েছেন।
দিল্লিতে সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদির পক্ষে মত দিয়েছে ৫৭.৭ শতাংশ মানুষ। রাহুল গান্ধি পক্ষে মত দিয়েছে ২৪.২ শতাংশ মানুষ। যোগী আদিত্যনাথের পক্ষে মত দিয়েছে ১৩.৭ শতাংশ মানুষ।
উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির পক্ষে মত দিয়েছে ৭৮.২ শতাংশ মানুষ। রাহুল গান্ধি পেয়েছেন ১০ শতাংশ মানুষ।
সমীক্ষায় দক্ষিণের রাজ্যগুলিতে ছবিটি অন্য দেখা। তামিলনাড়ুতে রাহুল গান্ধি ৪৪.১ শতাংশ ভোট পেয়েছেন। পিছিয়ে থাকা মোদির পক্ষে মানুষ মত দিয়েছে ৪৩.২ শতাংশ মানুষ।
কেরলে আবার মোদী ও রাহুল প্রায় সমান পছন্দের হিসেবে উঠে এসেছেন। মোদিকে চায় ৪০.৮ শতাংশ মানুষ। রাহুল গান্ধিকে চায় ৪০.৫ শতাংশ মানুষ। তেলেঙ্গানায় আবার মোদির জয়জয়কার। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে চায় ৬০.১ শতাংশ মানুষ। রাহুল গান্ধি পেয়েছেন ২৬.৫ শতাংশ ভোট। এন চন্দ্রবাবু নাইডু ৬.৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্ধ্রপ্রদেশে মোদির পক্ষে মত দিয়েছেন ৭১.৮ শতাংশ মানুষ। রাহুল গান্ধি পেয়েছেন ১৭.৯ ভোট। এন চন্দ্রবাবু নাইডু পেয়েছেন ৭.৪ শতাংশ ভোট।
শাসন ও অর্থনৈতিক অগ্রগতি
ডেইলিহান্ট ‘ট্রাস্ট অফ নেশন’-এর সমীক্ষায় উত্তরদাতাদের ৬১ শতাংশ বর্তমান প্রশাসনের পক্ষে মত দিয়েছে। ২১ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রের সরকারকে। উত্তরদাতাদের অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৩.৩ শতাংশ মানুষ মোদি সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ‘খুব ভাল’ হিসাবে নির্ধারণ করেছে। ২০.৯ শতাংশ মানুষ বিশ্বাস করে শাসন ও অর্থনৈতিক অগ্রগতি আরও ‘ভাল হতে পারে’।
পররাষ্ট্র নীতি
ডেইলিহান্ট ‘ট্রাস্ট অফ নেশন’-এর সমীক্ষায় উত্তরদাতাদের প্রায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৪ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মোদি সরকারের বিদেশনীতিকে ‘খুব ভাল’ বলে জানিয়েছে। ১৪.৫ শতাংশ মানুষ মনে আরও ‘ভাল হতে পারে’।
সঙ্কট মোকাবিলা
দেশের ৬৩.৬ শতাংশ মানুষ জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আস্থাপ্রকাশ করেছে। ২০.৫ শতাংশ মানুষ অসন্তুষ্ট। ১০.৭ শতাংশ মানুষ ‘নিরপেক্ষ’ হিসেবে মত দিয়েছে।
কল্যাণমূলক উদ্যোগ
ডেইলিহান্ট ‘ট্রাস্ট অফ নেশন’-এর সমীক্ষায় সমীক্ষায় উত্তরদাতাদের অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৩.৮ শতাংশ মানুষ কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক কাজে যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে। ২৪.৯ শতাংশ মানুষ কল্যাণমূলক উদ্যোগে অসন্তোশ প্রকাশ করেছে।