চার বছর ধরে মেয়েকে ধর্ষণ, গুণধর বাবার খোঁজে মধ্যপ্রদেশ পুলিশ
40 year old man flees after raping daughter for 4 years in Madhya Pradesh

Truth Of Bengal, Barsa Sahoo : বেশ কয়েক বছর ধরে নিজের মেয়েকে ধর্ষণ করেছেন জন্মদাতা। পুলিশের কাছে অভিযোগ জানাতেই পলাতক অভিযুক্ত বাবা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, নির্যাতিতা ছাতারপুরের লভকুশনগরের বসবাস করতেন। বয়স ২১। গত বৃহস্পতিবার তরুণী ও তাঁর মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। লভকুশনগর থানার পুলিশ সুপার আগম জৈন সংবাদসংস্থাকে জানান, নির্যাতিতা তরুণীর বাবা প্রায় চার বছরেরও বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ করতেন। সম্প্রতি বিষয়টি তার মা জানতে পেরে মেয়েকে নিয়ে থানার দারস্থ হন। থানায় গিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ জানানোর পর থেকেই ফেরার অভিযুক্ত। ওই প্রৌঢ়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
নির্যাতিতা নাবালিকা থাকা অবস্থা থেকেই তাঁর বাবা তাঁকে নিয়মিত ধর্ষণ করতেন বলেও অভিযোগ। ইতিমধ্যে তরুণীর অভযোদের পরিপ্রেক্ষিতে প্রৌঢ়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪ ধারা এবং শিশু সুরক্ষা আইনেও (পকসো) মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে।